ইঞ্জিন সম্পর্কিত পরিভাষাসমূহ

ইঞ্জিন (Engine):

ইঞ্জিন এমন একটি যন্ত্র যা কোনাে প্রাকৃতিক শক্তি বা রাসায়নিক শক্তি ব্যবহার করে প্রথমে তাপ শক্তি এবং পরে তাপ। শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। ইঞ্জিনের ভিতরে জ্বালানি অর্থাৎ পেট্রোল অথবা ডিজেল প্রজ্জ্বলিত হয়ে যে শক্তি উৎপন্ন হয় তা পিস্টনকে সিলিন্ডারের মধ্যে উঠানামা করায় এবং পিস্টনের এই উঠানামার ফলে ক্র্যাংক শ্যাফট ঘােরে। এই ঘুরন্ত ক্র্যাংক শ্যাফটের সাথে সংযুক্ত করে যে কোনাে যন্ত্রকে ঘুরানােই হলাে ইঞ্জিনের কাজ। ইঞ্জিন তাপ শক্তিকে পাথেয় করে নিজেই শক্তি উৎপন্ন করে এবং তার নিজস্ব শক্তিতেই চলে ও অপরকে চালাতে সাহায্য করে। মানুষ শুধু নিয়ন্ত্রণ করে। যেমন- মােটরযানের ইঞ্জিনসমূহ। ১১ বাের (Bore), টিডিসি (TDC), বিডিসি (BDC), স্ট্রোক (Stroke), ভলিউমেটিক ইফিসিয়েন্সি (Volumetric Efficiency), টর্ক (Torque) ,ক্লিয়ারেন্স ডলিউম (Clearance Volume), পিস্টন ডিসপেসমেন্ট (Piston Displacement)



স্পার্ক প্লগ

টিডিসি

বাের

স্ট্রোক

পিস্টন

বিডিসি।

বাের (Bore) | সিলিন্ডারের ব্যাসকে বাের বলে। বাের অর্থ ছিদ্র অর্থাৎ ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে পিস্টন যে ছিদ্র বা গর্তের মধ্যে। ওঠানামা করে, তার ব্যাসকে বাের বলা হয়। 

إرسال تعليق

أحدث أقدم