Piston Displacement & Total volume সম্পর্কে আলোচনা

টোটাল ভলিউম (Total Volume):

সােয়েপ্ট ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউমের সমন্বয়ে যে আয়তন পাওয়া যায় তাকে টোটাল ভলিউম বলে। 


ডিসপ্লেসমেন্ট (Piston Displacement):

সাকশন স্ট্রোকে পিস্টন TDC থেকে BDC তে নামার সময় সিলিন্ডারের ভিতর যতটুকু আয়তন অতিক্রম করে বা জায়গা খালি থাকে বা শূন্যতার সৃষ্টি হয়, তাকে পিস্টন ডিসপ্লেসমেন্ট বা সােয়েল্ট ভলিডম (Swept Volume) বলে। একে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট বলা হয়।


 এটা পিস্টনের মাপ, সিলিন্ডারে বাের, এবং স্ট্রোকের মাপের উপর নির্ভর করে। এর আয়তনকে (cc) কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার দ্বারা প্রকাশ করা হয়।

PD = পাই ডি স্কোয়র LNK এখানে,

PD = পিস্টন ডিসপ্লেসমেন্ট D = সিলিন্ডারের ব্যাস L= স্ট্রোকের দৈর্ঘ্য N = প্রতি মিনিটে ক্র্যাংক শ্যাফটের ঘূর্ণন গতি (RPM) K = সিলিন্ডারের সংখ্যা।

          চিত্র: Piston Displacement

Post a Comment

Previous Post Next Post