ক্যাবল কি কাকে বলে?উত্তরঃ
ওয়্যার বা ক্যাবল বলতে আমরা বুঝি বৈদ্যুতিক পরিবাহী তার যা তৈরী হয় কপার, অ্যালুমিনিয়ম, ফাইবার ম্যাটেরিয়াল দিয়ে। যার ভেতর দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে, পাওয়ার শক্তি চলাচল করে। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্র হিসাবে ক্যাবল বা তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ক্যাবলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তির সকল ডেটা ট্রান্সমিট হয়ে থাকে বা যোগাযোগ স্থাপন করে।
ক্যাবল কত প্রকার ও কি কি?
ইলেকট্রিক ক্যাবল প্রথমত তিন প্রকার হয়ে থাকে। যেমন-
- কপার ওয়্যার ক্যাবল
- অ্যালুমিনিয়াম ওয়্যার ক্যাবল
- অপটিক্যাল ফাইবার ক্যাবল
কপার ওয়্যার ক্যাবলঃ
সাধারণত কপার বলতে আমরা তামার তারকে বুঝে থাকি। তামা হলো সব থেকে ভালো বিদ্যুৎ পরিবাহী ধাতব। তাই ইলেকট্রিক ক্যাবলে কপার ধাতব ব্যবহার হয়ে থাকে যা আমরা ইলেকট্রিক হাউস ওয়্যারিং এর কাজে নিজের বাড়ীতে ও ইন্ড্রাস্ট্রিতে ব্যবহার করে থাকি। যা অ্যালুমিনিয়ামের চেয়ে অনেক চেকশই ও ভালো বিদ্যুৎ পরিবাহী হিসাবে কাজ করে।
অ্যালুমিনিয়াম ওয়্যার ক্যাবলঃ
বর্তমানে তামার তারের বিকল্প হিসাবে অ্যালুমিনিয়াম ধাতব ব্যবহার করে যে ক্যাবল তৈরী করা হয়ে থাকে তাকে অ্যালুমিনিয়াম ক্যাবল বলা যায়। অ্যালুমিনিয়াম তার দামে সস্তা হওয়ায় মেইন লাইনে, সরকারী-বেসরকারী লাইনে এখন বাসা বড়িতে ইন্ড্রাস্ট্রিতে অ্যালুমিনিয়াম ক্যাবল ব্যবহার করা হয়ে থাকে।
অপটিক্যাল ফাইবার ক্যাবলঃ
যে কেবল আলোর উপর নির্ভর করে ডেটা ট্রান্সফার করে থাকে যা সরু তার বা প্লাস্টিকের মত পাতলা কাচের দ্বারা তৈরী তাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলে। অপটিক্যাল ফাইবার ক্যাবল দ্বারা উচ্চ গতিতে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। যেমন- ইন্টারনেট, নেটওর্য়াকিং ডেটা ট্রান্সফার ইত্যাদি। সাধারণত সকল নেটওয়ার্কিং জনিত কাজের এধরণের ক্যাবল ওয়্যার ব্যবহার করা হয়ে থাকে।
বিভিন্ন ধরণের ক্যাবল ওয়্যারঃ
যেমন -
- ফ্লেক্সিবল ক্যাবল
- ভল্কানাইজড ক্যাবল।
- আনশোল্ড টুইস্টেড ক্যাবল।
- অপটিক্যাল ফাইবার ক্যাবল।
- ডিটিএইচ ক্যাবল।
- পলিভিনাইল ক্যাবল।
- কোএক্সিয়াল ক্যাবল।
- টুইস্টেট পেয়ার ক্যাবল।
ক্যাবল এর কাজ কি?
এক কথায় ক্যাবল এর প্রধান কাজ বলতে গেলে তড়িৎ শক্তি প্রবাহ করা। সেটা হতে পারে কপার ক্যাবল, অ্যালুমিনিয়াম ক্যাবল, অপটিক্যাল ফাইবার ক্যাবল ইত্যাদি। শুধু একটাই পার্থক্য সেটা হলো কপার ও অ্যালুমিনিয়াম ক্যাবলে বিদ্যুৎ শক্তি প্রবাহিত হয় আর অপটিক্যাল ফাইবার ক্যাবলে ডেটা টান্সমিট করা হয়ে থাকে। তাই কপার ও অ্যালুমিনিয়াম ক্যাবল ব্যবহার করা হয় ইলেকট্রিক বিদ্যুৎ শক্তি ট্রান্সফার করার কাজে। আর অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহার করা হয় নেটওয়ার্কিং জনিত সকল কাজে যেমন- ইন্টারনেট, ডিস লাইন, ডিটিএইচ লাইন ইত্যাদি।
ক্যাবল এর RM কি?
উত্তরঃ ইলেকট্রিক ক্যাবল বা তারের ক্ষেত্রে RM বলতে বোঝায়- তারের যে কন্ডাক্টর টি আছে সেটি রাউন্ড হওয়া। আর.এম অর্থ হলো rm = Stranded Round Conductors, নিচে Stranded Round Conductors এর চিত্র ও তালিকা দেওয়া হয়েছে, আশা করছি বুঝতে পারবেন। তারের হিসাব জানতে, তারের সাইজ নির্নয় করতে, আর ক্যাবলের সাইজ নির্ণয় করতে rm = Stranded Round Conductors সম্পর্কে জানা প্রয়োজন। আরএম স্ট্যান্ডার্ড রাউন্ড কনডাক্টর
RM স্ট্যান্ডার্ড রাউন্ড কনডাক্টরঃ
1.3 rm = 22A
2.5 rm = 30A
4rm = 39A
6rm = 50A
10rm = 69A
16rm = 94A
25rm =125A
35rm = 160A
5orm = 195A
70rm = 245A
95rm = 300A
120rm = 350A
150rm = 405A
185rm = 460A
240rm = 555A
300rm = 640A
400rm = 770A
500rm = 900A
630rm = 1030A
800rm = 1165A
1000rm = 1310A
তারের গেজ কি?
উত্তরঃ আমরা তারের গেজ বলতে বুঝি ক্যাবলের মধ্যে যে ধাতব থাকে তার পুরুত্ব কেমন, কত এমএম মোটা, চিকন, হবে এসব বিষয়। অর্থাৎ তার যত মোটা হবে তার গেজ তত ভালো হবে। এ্যাম্পিয়ার ততো ভালো হবে, তার বেশি দিন টিকবে। তারের গেজ নিয়ে বিস্তারিত অনেক কিছু জানার আছে তবে আমি মনে করি যারা ইলেকট্রিক টেকনিশিয়ান হবেন তাদের অতবেশি জনার দরকার নেই। আর যদি আরো বেশি জানার দরকার হয় তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যান। নিচে তারের গেজ পরিমাপক ডাইস স্কেল এর চিত্র দেওয়া হয়েছে। চিত্রটি ভালোভাবে দেখলে গেজ বিষয়টা পরিস্কার হয়ে যাবেন।
ছবিঃ ক্যাবল |
ভাই Rm দিয়ে Amp. কি ভাবে বুজালেন।আমার ত বুজে আসতেছে না।
ReplyDelete