mwm full meaning। mwm generator সম্পর্কে বিস্তারিত আলোচনা

MWM generator এর "MWM"- Full meaning  "Motoren Werke Mannheim"

জার্মানির এক বিখ্যাত মানুষের নাম অনুসারে ইন্জিন এর নাম করন করা হয়েছে mwm । শুধু তাই নয় একটি শহরের নাম দেওয়া হয়েছে এখানে। এই যায়গায়  MWM generator তৈরি হয়। তাই "Motoren Werke Mannheim" নাম অনূসারে, mwm রাখা হয়। 

এই জেনারেটর এর Parts/Oil consumption একটু বেশি Fuel Consumption অনেক কম।

mwm জেনারেটর সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছিঃ 

আমরা Caterpiller or Weaukesha engine এ যেমন EISM/ECM,Speed controller,EMCP ও ESM,IPMD ব্যবহার করি ঠিক তেমনি MWM এ Axillary Panel ব্যবহার করা হয়েছে এবং এই panel এ বিভিন্ন Electronic Card, device আছে এবং বিভিন্ন Sensor বিভিন্ন Card এ সংযোগ আছে যা Engine কে খুব  সতর্কতা সাথে Control করে। 

এখন control device গুলো সম্পর্কে  আমরা যেনে নিই কোন card এ কি কি device সংযোগ আছেঃ

TEM Panel/Axillary Panel:

1) ইগনিশন মডিউলঃ পিক আপ সেন্সর (Pic-up sensor), টাইমিং সেন্সর (Timing Sensor), ইগনিশন কয়েল স্পার্ক প্লাগ (Ignation coil and spark plug)।  

2) এ আই কার্ড (AI card): থার্মোকাপিল সেন্সর (Thermocouple Sensor)।

3) এ কে আর কার্ড (AKR Card): নকিং সেন্সর (Nock Sensors)।

4) সার্ভো কার্ড (Servo Card): একচুয়েটর (Actuator)।

5) স্টেপার কার্ড (Stepper card): স্টেপার মটর (Stepper motor), প্রক্সিমিটি সেন্সর (proximity sensor)। 

6) ইনপুট/আউট পুট কার্ড (I/O Card): অয়েল সেন্সর (Oil pressure sensor), অয়েল টেম্পারেচার (Oil temperature),ওয়াটার টেম্পারেচার (Water temperature) LT & HT, অয়েল লেভেল সেন্সর ((Oil level sensor) , ম্যাট সেন্সর (Mat Sensor), ম্যাপ সেন্সর (Map Sensor), এগজষ্ট টেম্পারেচার সেন্সর (Exhaust temperature)।

6) CPU: All card output and gcp panel input.  

7) পাওয়ার সাপ্লাই কার্ড (Power Supply Card): 24 volt and output all cards and device.  

8) সার্কিট ব্রেকার, রিলে ইত্যাদি। (Circuit breaker, relay etc)।  

Tem Panel থেকে  GCP contact করা হয়েছে GCP কি কি আছে: 

PPU, PLC, CMPS, I/O card, Tem evolution touch panel, power supply, battery, rely, fuse  MDP panel, thermostat heater। thermostate ventilation etc.

এই ইন্জিনে fault Signal গুলো একটু আলাদা তাই protection  এর জন্য নিম্নে বিভিন্ন ডিভাইসের ফুল মিনিং দেওয়া হলো।

এছাড়াও ইন্জিনের protection এর জন্য কোথায় কোথায় কি আছে জানতে হবে।  

Abbreviations and Explanation:

1) একেএস (AKS)- Demand of external starting preparations.

2) একে আর (AKR)- Anti-knock governor.

3) এভি ডব্লিউ (AVW)- Pre-heating air inlet.

4) এ ডব্লিউ জি (AWG)- Exhaust wastegate.

5) বি ওয়াই (BY)- Exhaust bypass.

6) সি এইচ 4 (CH4)- Additional CH4 compensation.

7) সি এইচ 4 কে (CH4k)- Extension of option CH4.

8)) ডি কে (DK)- Leakage check.

9) জি কে (GK) – Intercooler circuit.

10) জি কে এস (GKS)- Intercooler-dry cooler.

11) জি কে ভি (GKV)- Valve position of the GK valve.

12) জি এল (GL)- Monitoring of bearing temperatures.

13) জি এল ইউ (GLU)- Generator air temperature.

14) জি ডব্লিউ  (GW)- Generator winding temperature.

15) এইচ কে (HK)- Heat utilization with heating circuit.

16) এইচ কে ভি (HKV)- Valve position HK valve.

17) এম কে (MK)- Jaket water temperature.

18) এন এ (NA)- Handing of mains failed.

19) এন এ টি এল (NATL)- Monitoring of the exhaust gas temperature turbocharger.

20) এন এ ডব্লিউ টি (NAWT) – Exhaust gas temperature after exhaust heat exchanger.

21) এন এফ আই (NFI)- Lube oil pressure after filter.

22) এন কে (NK)- Emergency Cooling circuit.

23) এন কে এস (NKS)- Emergency cooling-dry cooler.

24) এন কে ভি (NKV)- Valve position NK valve.

25) এন কে ও টি (NKAT)- Monitoring of the exhaust gas temperature after catalyst.

26) এন কে এম ও টি (NMOT)- Monitoring of the exhaust gas after engine.

27) কিউ ই ইউ (QEU)- Acknowledgement of external monitor.

28) আর ই সি (REC)- Registration of receiver pressure.

29) আর এল (RL)- Control of cabin air temperature.

30) আর এল ১ (RL1)- Cabin ventilation with admixture or frequency controlled coolers.

31) এস এ টি এল (SATL)- Measuring and limitation of the exhaust turbocharger speed.

32) ভি এ ডব্লিউ টি (VAWT)- Measuring of the heating water temperature before exhaust gas heat exchanger.

33) ভি বি পি (VBP)- Compressor bypass.

34) ভি কে ডব্লিউ টি (VKWT)- Jaket water temperature before Jaket heat exchanger.

35) ভি এন কে (VNK)- Heating water temperature before emergency cooler.

36) ভি এস ডব্লিউ  টি (VSWT)- Measuring of Jaket/heating water before lube oil exchanger.

37) এক্স এম (xM)- Parameterisable massages.

38) এক্স এম ডব্লিউ (xMW)- Parameterisable data.

39) এক্স পি আর (xPR)- Parameterisable control circuit.

40)জেট জি (ZG)- Dual gas operation with change of the gas type only at the a standstill.

41) জেট জি এম (ZGM)- Dual gas operation with composite mode. (PLC release 2:50.04 CPU-P)


mwm generator
Image: mwm generator


পরবর্তী  পোস্টে সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হবে পোস্ট টি শেয়ার করে সাথেই থাকুন এবং admin এর অনুমতি ব্যতিত পোস্ট কপি করে অন্য কোথাও  পাবলিশ করা নিষেধ।

Post a Comment

Previous Post Next Post