EIS/IPMD ও ignition card এর কাজ সম্পর্কে ধারনা

EIS/IPMD ও ignition card সম্পর্কে  সুস্পট ধারনাঃ

EIS এর  কাজঃ

1) Spark Voltage.

2) Spark Duration.

3) Ignation Timing.


Spark Voltage:

EIS 24VAC ignition coil এ থ্রো করে প্রাইমারি কয়েল এ প্রাইমারি কয়েল থ্রো করে 12/14k voltage সেকেন্ডারি কয়েল এ সেকেন্ডারি কয়েল সেই voltage বাড়িয়ে 30/45k করে হাই টেনশন লিডের মাধ্যমে স্পার্ক প্লাগে থ্রো করে। মুলূত ignition coil step up transformer এর ন্যায় কাজ করে।

স্পার্ক প্লাগে একটি মেটাল থ্রেডেড শেল রয়েছে, যা বৈদ্যুতিকভাবে একটি কেন্দ্রীয় ইলেক্ট্র্রোড থাকে  চীনামাটির  ইনসুলুলেটার বিচ্ছিন্ন। এই কেন্দ্রিয় ইলেকট্রোড মধ্যে একটি কালো কার্বোনের মতো রেজিস্টোর থাকে যার মধ্যে আবার তারের কুণ্ডলী আছে যা নিদ্রিস্ট রেজিস্ট্যান্স দিয়ে তৈরি। এই রেজিস্ট্যান্স কম বা বেশি হইলে স্পার্ক প্লাগ বাতিল বলে গন্য হয়। সেন্ট্রাল ইলেক্ট্র্রোডকে সাইড ইলেক্ট্রোড ভোল্টেজ এর মাধ্যমে স্পার্ক ঘটিয়ে কম্বাশন চেম্বারে ফুয়েল কে প্রজ্বলন ঘটিয়ে কার্য সম্পাদন করে। এটা ইগনিশন কয়েল এর ভোল্টেজ এ কাজ করে।


Ignition coil এ 30000-45000 Voltage উৎপন্ন হয়ে থাকে ইন্জিন অনুসারে  ignition coil এই Voltage through করে spark plug এ spark plug thread side cylinder bloke এ লাগানো থাকে এবং Engine আর্থিং করা থাকে neutral এর সাথে। পোস্ট এর চিত্র অনুযায়ী central electrode anode বা positive  এবং ground electrode cathode অর্থাৎ negative দুই electrode এর মাঝে  নিদ্রিস্ট gap রাখা হয় central electrode এ Voltage বেশি থাকে আর ground electrode Voltage কম থাকে। Combustion Chamber এ pressure থাকে 230-300 psi এবং temperature থাকে 700-900°C engine অনুসারে pressure ও temperature আরো বেশি আছে। এই temperature fuel দুই electrode এর gap এ  অবস্হান করে। যখন sparkling voltage through করে নিম্নের সূত্রটি কাজ করে-

Current flows through it we know that R=pL/A where,p=resistivity,R=resistance,L=length,A=area.

সুতরাং R একটি বিপরীত আনুপাতিক হয়। 


Sparking voltage through করলে ground electrode negative turch করে central electrode positive এ আর ঠিক তখনই স্ফুলিঙ্গ ঘটে high pressure ও high temperature fuel এ জ্বলন প্রক্রিয়া শুরু হয়ে যাই Combustion Chamber এ। 

Spark Duration:

Lenth of time the spark arc কতো সময় ধরে প্রজ্বলন ঘটবে Spark plug electrode এ এটাকে burn time ও  বলে। এটা সাধারণত মিলিসেকন্ডে মেজার্মেন্ট করে। তবে সাধারণত maximum 2.4 মিলিসেকন্ডে হয়ে থাকে। এটা অনেক কিছুর উপর ডিফেন্ড করে যেমন High secondary resistance, Open secondary circuit,Grounded secondary circuit,Low resistance in secondary circuit ,  Wide gap,  Narrow or no gap, foiled,Round or worn electrode, Sharp electrode,Too hot & Too cold,   Retarded (too late),Advanced (too early), Lean burn  & Rich burn etc.


Ignition timing:

স্পার্ক ইগনিশন অভ্যন্তরীণ জ্বলন  প্রক্রিয়ার  মধ্যে কখন প্রজ্বলন ঘটবে। পিস্টনের বর্তমান  অবস্থান এবং ক্র্যাকশ্যাফ্ট কোণের সাথে সম্পর্কিত সময়, যা কম্প্রেশন স্ট্রোকের শেষে  এবং পাওয়ার স্টোকের শুরুতে হয়।  এই জন্য ক্যামশ্যাপ্ট ও ক্র্যাকশ্যাপ্টে সেন্সর থাকে signal অনুযায়ী কাজ করে EISM.

EIS
IMAGE: EIS/IPMD

সকল বিষয়ে আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now


Post a Comment

Previous Post Next Post