রিলে (Relay) কি। রিলের কাজ কি এবং 5 পিন রিলে কিভাবে কাজ করে

রিলে (Relay) কি। রিলের কাজ কি এবং রিলে কিভাবে কাজ করে বিস্তারিত আলোচনা 

রিলেঃ

রিলে সুইচ হচ্ছে এক প্রকার অটোমেটিক সুইচ যেটা ইলেকট্রোম্যাগনেটিক বলের কারনে কাজ করে থাকে। যেহেতু রিলে একধরনের সুইচ তাই এটা অন/অফ করার জন্য বাহ্যিক শক্তির প্রয়োজন হয়। আর এই বাহ্যিক শক্তিটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি। তাই বলা যায় রিলেতে দুইটি অংশ আছে।

এক কথায় বলা যায়, রিলে একপ্রকার প্রটেকটিভ ডিভাইস যেটা বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমের কোন পূর্বে থেকে নির্ধারণ করে রাখা বৈদ্যুতিক অবস্থার পরিবর্তনে সাড়া দিয়ে সার্কিটের সাথে সংযুক্ত করে থাকা সকল প্রকার প্রটেকটিভ ডিভাইস সমূহকে অপেরেট (চালনা) করতে সাহায্য করে।


রিলের কাজঃ

১। রিলে দ্বারা প্রয়োজন অনুসারে পাওয়ার সরবরাহ করা যায়।

২। রিলের সাহায্যে খুব সহজেই বৈদ্যুতিক সিস্টেমের কোন ত্রুটি হয়েছে কিনা সেটা নির্ধারণ করা যায়।

৩। বৈদ্যুতিক সিস্টেমের কোন ত্রুটি দেখা দিলে রিলে অপারেশনের মাধ্যমে খুব দ্রুত ত্রুটি হওয়া অংশ সরবরাহ থেকে বিচ্ছিন্ন করা যায়।

৪। রিলে অপারেশনের মাধ্যমে ত্রুটি হওয়া অংশকে সহজেই বের করা যায়।

৫। রিলে অপারেশনের মাধ্যমে সহজেই ত্রুটির কারন বের করা যায়।



রিলে কিভাবে কাজ করেঃ

এখানে SPDT রিলের পিন গুলোর বর্ণনা করা হয়াছে। এই রিলেতে মোট ৫ টা পিন আছে, তার মাঝে ২ টি পিন একপাশে আর ৩টি পিন আরেক পাশে। এই ৫ টা পিনের মাঝে ৩ টা ব্যবহার করা হয় সুইচিং এর জন্য আর ২ টা ব্যবহার করা হয় অভ্যন্তরীণ কয়েলের জন্য। নিচের চিত্রের দিকে তাকালে পরিস্কার বুঝতে পারবেন।

5 pin realy
চিত্রঃ 5 পিন রিলে


এখানে নাম্বার দিয়ে পিনগুলো সনাক্ত করা হলঃ

1- পজেটিভ/নেগেটিভে (কয়েল)

2- পজেটিভ/নেগেটিভে (কয়েল)

3- কমন (Common)

4- NC (নরমালি ক্লোজ)

5- NO (নরমালি ওপেন)

5 pin realy
চিত্রঃ 5 পিন রিলে



1) কয়েল (+/-): সাধারনত যে ভোল্টেজে রিলে কয়েল চালু হয় সেটাই রিলের ভোল্ট। কয়েলের যে পরিমান ক্ষমতা অনুযায়ী মান দেয়া থাকে সেই মান খেয়াল করে রেজিস্টর এবং ক্যাপাসিটর এর সাহায্যে সংযোগ দেয়া হয়। সাধারানত রিলের কোন পজেটিভ অথবা নেগেটিভে নির্দিষ্ট করা থাকেনা অর্থাৎ এই কয়েলের দুই প্রান্তের যেকোনোটাই সরবরাহের সাথে সংযোগ করা যায়।


2) পজেটিভ/নেগেটিভে (কয়েল): উপরের ১নং এ বর্ণনা করা কয়েলের মতো একই কাজ করে ২নং পিন।<


3) কমন (Common): এটা এমন একটা পিন যেটার সাথে নরমালি ওপেন আর নরমালি ক্লোজ পিন সংযোগ করা হয়। তার মানে হচ্ছে এটা নরমালি ওপেন আর নরমালি ক্লোজ পিনের মাঝে যেকোনোটা সংযোগ দিতেই ব্যবহার করা হয়ে থাকে। তাই এক কথায় এই পিনকে কমন(Common) পিন বলা হয়।


4) NC (নরমালি ক্লোজ): সাধারন অবস্থায় নরমালি ক্লোজ পিন অন অর্থাৎ সংযোগ দেয়া অবস্থায় থাকে। রিলে কয়েলে বিদ্যুৎ সংযোগ করা না হলে নরমালি ক্লোজ পিন এটার কমন পিনের সাথে শর্ট অবস্থায় অর্থাৎ সংযোগ দেয়া অবস্থায় থাকে।


5) NO (নরমালি ওপেন): সাধারন অবস্থায় নরমালি ওপেন পিন বন্ধ অবস্থায় থাকে। রিলে কয়েলে বিদ্যুৎ সংযোগ করা না হলে নরমালি ওপেন পিন এটার কমন পিনের সাথে ওপেন অবস্থায় অর্থাৎ খোলা অবস্থায় থাকে। যখন বিদ্যুৎ সংযোগ করা হয় তখন এই পিন কমন পিনের সাথে সংযুক্ত হয়। সুইচিং এর কাজ সাধারনত কমন পিন আর নরমালি ওপেন পিন এই দুই পিনের সংযোগের মাধ্যমে করা হয়।

রিলে সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন


সকল বিষয়ে আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now


Post a Comment

Previous Post Next Post