পাওয়ার প্লান্ট কি? পাওয়ার প্লান্ট কত প্রকার ও কি কি? power plant সম্পর্কে বিস্তারিত আলোচনা

Power plant কি? 

Power plant অর্থ হল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।  Power plant বলতে আমরা একটি কেন্দ্র বা প্রতিষ্ঠানকে বুঝি যেখানে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন ও বিতরণের ব্যবস্তা করা হয়। এটা জ্বালানি শক্তির মাধ্যমেও হতে পারে এবং পানি শক্তিও হতে পারে, বাতাস শক্তিও হতে পারে। 


Power plant এর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের দিক বিবেচনা করে Power plant কে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। যথাঃ- 


১। তাপবিদ্যুৎ কেন্দ্র (Thermal power plant) ইহা আবার ৪ প্রকার। যথাঃ-  

(ক) ডিজেল বিদ্যুৎ কেন্দ্র (Diesel Engine power plant) 

(খ) বাস্পবিদ্যুৎ কেন্দ্র (Steam power plant) 

(গ) গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র (Gas tarbine power plant)  

(ঘ) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (Nuclear power plant)   


পানি বিদ্যুৎ কেন্দ্র (Hydro-Electric power plant)   এখন প্রশ্ন হল এই যে Diesel Engine, Steam Tarbine, Gas Tarbine, Nuclear & Hydro-Electric এইগুলি কি এবং কিভাবে কাজ করে? 

এই গুলি হল প্রাইমমুভার। 


এখন প্রশ্ন হল প্রাইমমুভার কি?  প্রাইমমুভার এমন এক প্রকার যন্ত্র যা প্রাকৃতিক শক্তি দ্বারা চালিত হয়ে যান্ত্রিক শক্তি অর্জন করে এবং সংযুক্ত Electric Generator চালিত করলে যান্ত্রিক শক্তি Electric শক্তিতে পরিণত হয়। মোট কথা হল আমদের Alternator/Machine যে কোন যন্ত্র দিয়েই ঘুড়ানো হক তাই প্রাইমমুভার। এটা Diesel হক আর Nuclear, Gas Tarbine হক, সব প্রাইমমুভার।



বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিয়ে কিছু কথাঃ

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সংক্ষেপে বিদ্যুৎ কেন্দ্র বা ইংরেজিতে পাওয়ার স্টেশন বলে থাকে। পাওয়ার স্টেশনে  অনেক কিছুই থাকে তবে জেনারেটর এর মধ্যে অন্যতম যাকে বিভিন্ন যন্ত্রের সাহায্যে ঘুরানো হয়ে থাকে। আমরা জানি, জেনারেটর মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে থাকে।   প্রশ্ন হতে পারে এই জেনারেটরকে কিভাবে ঘুরানো হয়ে থাকে?  এই প্রশ্নের উত্তর পুরো লেখাটি পড়লে বুঝতে পারবেন   


টারবাইন কি?

টারবাইন মূলত একটি মেশিন বা প্রাইম মুভার যেখানে প্রবাহীর ক্রমাগত ভরবেগের পরিবর্তন দিয়ে ঘুর্ণন গতি পাওয়া যায়। একদম সহজ ভাষায় বলতে টারবাইন একটি ঘূর্ণমান যান্ত্রিক ডিভাইস যা তরল প্রবাহ থেকে শক্তি নিষ্কাশন করে ও দরকারী কাজে ব্যবহার করা হয়। টারবাইনের সাহায্যে জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিক পাওয়ার জেনারেট করা হয়। বিভিন্ন ধরনের টারবাইন রয়েছে যেমনঃ ষ্টীম টারবাইন, গ্যাস টারবাইন, ওয়াটার টারবাইন ইত্যাদি।   আমরা যদি আশুগঞ্জ পাওয়ার স্টেশন দেখি যেখানে ৬ ইউনিটে ষ্টীম টারবাইন এবং বাকি ২ ইউনিটে গ্যাস টারবাইন ব্যবহার করা হয়েছে।   ষ্টীম টারবাইন হলো আদর্শ প্রাইম মুভার যার ব্যাপক ব্যবহার দেখা যায়। পাওয়ার প্ল্যান্ট জেনারেটর পরিচালনার জন্য বড় ষ্টীম টারবাইন ব্যবহার করা হয়।  



হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টঃ 

হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট নিয়ে কথা বলতে গেলে প্রথমে আসে আমাদের কাপ্তাই পাওয়ার প্ল্যান্টের কথা। পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন চালানো হয়। হাইড্রোলিক শব্দের বাংলা অর্থ জলবাহী। তাহলে আমরা সাধারণ অর্থে বুঝি হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট এর মূল উৎস হলো পানি। হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট মূলত জলবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট। আর একটু সহজ করে বলি, একটি উঁচু জায়গাতে পানিকে বাধ দিয়ে আটকানো হয়ে থাকে। ঐ উঁচু স্থানের পানি যখন নিচের দিকে পরতে দেওয়া হয় তখন তা প্রচন্ড বেগ নিয়ে পরে। এই পানি ফ্লো করেই মূলত টারবাইনের চাকাকে ঘুরানো হয়ে থাকে। টারবাইন তখন পানির বেগের সাথে ঘুরতে শুরু করে।   টারবাইনের শ্যাফটের সাথে জেনারেটরের শ্যাফট মজবুত ভাবে সংযুক্ত করা হয়। এর ফলে জেনারেটর ঘুরতে শুরু করে এবং কারেন্ট উৎপন্ন হয়।


থার্মাল পাওয়ার প্লান্টঃ 

থার্মাল পাওয়ার প্লান্ট বা তাপীয় পাওয়ার প্লান্ট এমন এক ধরনের পাওয়ার প্লান্ট যার তাপীয় শক্তিকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করা হয়।   থার্মাল পাওয়ার প্লান্টে পানিকে বাষ্পে পরিণত করা হয়। আর এই কাজটি করে বয়লার। অর্থাৎ থার্মাল পাওয়ার প্লান্টে বয়লয়ার থাকে যা পানিকে বাষ্পে পরিণত করে।এই বাষ্পকে আবার উচ্চ বেগে টারবাইনের দিকে প্রবাহিত করা হয়। এই বাষ্প মূলত টারবাইনকে ঘুরায়। আর আমরা জানি টারবাইন জেনারেটরের সাথে সংযুক্ত থাকে ফলে জেনারেটর কারেন্ট উৎপন্ন করে।  



নিউক্লিয়ার পাওয়ার প্লান্টঃ 

নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বা পারমাণবিক শক্তি কেন্দ্র একটি তাপ বিদ্যুত কেন্দ্র যেখানে তাপ উৎস একটি পারমাণবিক চুল্লী। নিউক্লিয়ার পাওয়ার প্লান্টকে তাপীয় পাওয়ার প্ল্যান্ট ও বলা হয়ে থাকে। এখানে একটি পারমাণবিক চুল্লী থাকে  এই পারমানবিক চুল্লী তে পারমাণবিক ফিশন রিএকশন হয় অর্থাৎ অনেক নিউক্লিয়াস অনায়াসে বিভক্ত হয়ে যায় বা একটি অংশের উপর অন্য অংশ প্রভাব ফেলে এনার্জি রিলিজ করে। ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং এই তাপকে কাজে লাগিয়ে পানিকে বাষ্পে পরিণত করা হয়। ঐ বাষ্প মূলত টারবাইনকে ঘুরাতে সাহায্য করে ফলে জেনারেটর ও ঘুরতে শুরু করে ও বিদ্যুৎ উৎপন্ন হয়।  


ওয়াইন্ড (বায়ু) পাওয়ার প্ল্যান্টঃ 

ওয়াইন্ড শব্দের বাংলা অর্থ বায়ু। অর্থাৎ বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। ওয়াইন্ড পাওয়ার মূলত বাতাসের প্রবাহের উপর নির্ভর করে থাকে। বাতাসের প্রবাহের ফলে ওয়াইন্ড টারবাইন ঘুরতে শুরু করে। জেনারেটরের সাথে টারবাইন সংযুক্ত করা থাকে।জেনারেটর এই ঘুরন্ত মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যাল পাওয়ারে রূপান্তরিত করে থাকে।



সোলার পাওয়ার প্ল্যান্টঃ 

সোলার পাওয়ার বাংলা অর্থ সৌর শক্তি। সোলার পাওয়ার প্ল্যান্ট হলো এমন একটি পাওয়ার প্ল্যান্ট যা সূর্যালোক(sunlight) শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তরিত করে। এই ইলেকট্রিক শক্তি রূপান্তরিত করা হয় ডাইরেক্টলি  ফোটোভোলটাইক ব্যবহার করে আর ইনডাইরেক্টলি কেন্দ্রীভূত সোলার শক্তি মাধ্যমে।   সোলার প্যানেল কেন্দ্রীভূত সোলার শক্তিতে লেন্স অথবা আয়না (mirror) এবং ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হয় যাতে করে অনেক বড় এরিয়া ফোকাস করতে পারে (সূর্যের আলোকে নির্দিষ্ট আলোকরশ্মি দিকে)। ফোটোভোলটাইক সেল মূলত আলোক শক্তিকে ইলেকট্রিক শক্তিকে রূপান্তরিত করে। সোলার পাওয়ার প্ল্যান্ট ফটোভোল্টাইক সিস্টেম   


গ্যাস টারবাইন কি?

গ্যাস টারবাইন এমন একটি আবর্তনশীল ইঞ্জিন যা দাহ্য(জ্বলন) গ্যাসের প্রবাহ থেকে শক্তি গ্রহণ করে থাকে। উদাহরন হিসেবে জেট বিমান যার ইঞ্জিন অনেক বড় আকারের হয়ে থাকে। এই ইঞ্জিন মূলত টার্বোফ্যান দ্বারা চলে থাকে। এই টার্বোফ্যান গ্যাস টারবাইনের উদাহরণ। জেট বিমান টার্বোফ্যান আমরা উপরের লেখাগুলোতে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করেছি। প্রতিটি পাওয়ার প্ল্যান্টে টারবাইন আছে শুধুমাত্র সোলার পাওয়ার প্ল্যান্ট ছাড়া। ষ্টীম টারবাইন, ওয়াইন্ড টারবাইন, ওয়াটার টারবাইন ইত্যাদি বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে শক্তি উৎপাদনে ব্যবহিত হয়ে থাকে। আর এসবের ফলিত প্রয়োগই মূলত গ্যাস টারবাইন।   গ্যাস টারবাইন ইঞ্জিনে ব্লেডকে ঘোরানোর জন্য উচ্চ চাপ যুক্ত গ্যাস ব্যবহার করা হয়ে থাকে।   গ্যাস টারবাইনের গঠন ও কার্যপ্রণালী গ্যাস টারবাইনের গঠনপ্রণালী খুবই সাধারণ।  



কম্প্রেসরঃ এটি অন্তর্গ্রহণ মুখ দিয়ে আসা বায়ুকে উচ্চ চাপে সংকোচিত করে।


দহন কক্ষঃ এটা মূলত ফুয়েলকে জ্বালায় এবং উচ্চ চাপ ও উচ্চ গতি সম্পন্ন গ্যাস উৎপন্ন করে।  


টারবাইনঃ দহন কক্ষ থেকে প্রবাহিত অনেক বেশি চাপ ও অনেক উচ্চ গতি সম্পন্ন গ্যাস থেকে শক্তি গ্রহণ করে।

Power plant
Image: power plant



আরও আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন- Join now

1 تعليقات

أحدث أقدم