PFI ব্যবহারের সুবিধা কি কি (What are the benefits of using PFI)

PFI  কি এবং কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ PFI হচ্ছে power factor improvement. পাওয়ার ফেক্টর ইমপ্রোভমেন্ট বলতে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেলের পার্থক্য সৃষ্টি হয় তা কমানো কে বুঝায়।


পাওয়া ফ্যাক্টর(PF) কাকে বলে? 

উত্তরঃ একটি সার্কিটে ইন্ডাক্টিভ কম্পোনেন্ট এবং ক্যাপাসিটিভ কম্পোনেন্ট থাকে তাতে কিছু পাওয়ার সঞ্চিত হবে এবং বাকি পাওয়ার কাজে রুপান্তরিত হয়।

সার্কিটে প্রদত্ত পাওয়ার= কাজে রুপান্তরিত পাওয়ার+সার্কিটে সঞ্চিত পাওয়ার  

Apparent power=Real power+Reactive power

সার্কিটে প্রদত্ত পাওয়ারের কত টুকু পাওয়ার কাজে রুপান্তরিত হচ্ছে তাকে পাওয়ার ফেক্টর বলে।


আমরা পাওয়ার ফেক্টরের সংজ্ঞা অনুযায়ি জানি,আপারেন্ট পাওয়ার এবং রিয়াল পাওয়ারের রেশিও/অনুপাত কে পাওয়ার ফ্যাক্টর বলে।

পাওয়ার ফেক্টরের কোন একক নাই। একে শতকরা হারে প্রকাশ করা হয়।

PF=Active Power/Total power=KW/KVAR=cos∅

পাওয়ার ফ্যাক্টর লোডের উপর নির্ভর করে। 


“কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে"

পাওয়ার ফ্যাক্টরের সঠিক হিসাব জানা না থাকলে একে আদর্শ মান ৮০% ধরে অর্থাৎ ০.৮ ল্যাগিং ধরে হিসাব করা হয়। একটিভ পাওয়ার কিলোওয়াটে পরিমাপ করা হয়ে থাকে এবং এপারেন্ট পাওয়ার ভোল্ট-এম্পিয়ারে (KVA) পরিমাপ করা হয়ে থাকে।


একটিভ পাওয়ার (kW)=VIcosθ

এপারেন্ট পাওয়ার (kVA)=VI

পাওয়ার ফ্যাক্টর, cosθ=kW/kVA

পাওয়ার ফ্যাক্টর সাধারণত তিন প্রকার। যথাঃ

১। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর।

২। লিডিং পাওয়ার ফ্যাক্টর।

৩। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর।


ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরঃ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হলো যখন কারেন্ট ভোল্টেজের থেকে পিছিয়ে থাকে বা এসি সার্কিটে ক্যাপাসিটিভ লোডের চেয়ে ইন্ডাক্টিভ লোড বেশী হলে তাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে। যেমন ৮০ ডিগ্রী ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলতে বুঝায় কারেন্ট ভোল্টেজের সাপেক্ষে ৮০ ডিগ্রী পিছিয়ে আছে।



লিডিং পাওয়ার ফ্যাক্টরঃ এসি সার্কিটে ইন্ডাক্টিভ লোডের চেয়ে ক্যাপাসিটিভ লোড বেশি হলে অর্থাৎ কারেন্ট ভোল্টেজের চেয়ে এগিয়ে থাকলে তাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। যেমন ৮০ ডিগ্রী লিডিং পাওয়ার ফ্যাক্টর হলো কারেন্ট ভোল্টেজে চেয়ে ৮০ ডিগ্রী এগিয়ে থাকবে।



ইউনিটি পাওয়ার ফ্যাক্টরঃ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ যখন একই সাথে অবস্থান করে অর্থাৎ সার্কিটে ইন্ডাক্টিভ এবং ক্যাপাসিটিভ লোড যখন সমান হয় তখন তাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে।

লোড কত প্রকার ও কি কি ? 

উত্তরঃ লোড ৩ প্রকার-

💠ক্যাপাসিটিভ লোড

💠ইন্ডাক্টিভ লোড

💠রেজিস্টিভ লোড

🔻ক্যাপাসিটিভ লোডঃ ক্যাপাসেটিভ লোডে কারেন্ট লিডিং এবং ভোল্টেজ লেগিং এ থাকে,এই লোডে পাওয়ার লস হয়।মোটর জাতীয় লোড ছাড়া বাকি সব লোডকে ক্যাপাসিটিভ লোড বলে।


🔻ইন্ডাকটিভ লোডঃ ইন্ডাক্টিভ লোডে কারেন্ট লেগিং এ থাকে এবং ভোল্টেজ লেডিং এ থাকে,এই লোডেও পাওয়ার লস হয়। ইন্ডাক্টিভ লোড বলতে মোটর জাতীয় সব লোডকেই ইন্ডাক্টিভ লোড বলে। বর্তমানে ৮০% লোডই হল ইন্ডাক্টিভ লোড।


ক্যাপাসেটিভ লোড এবং ইন্ডাক্টিভ লোডের ধর্ম হলো চার্জ ধরে রাখা এবং এই চার্জ আমরা ব্যবহার করতে পারি না।


🔻রেজিস্টিভ লোডঃ রেজিস্টিভ লোডে কোন পাওয়ার লস নেই বললেই চলে। কারন এই লোডে ভোল্টেজ এবং কারেন্ট একই আঙ্গেল থাকে।


লোডের PFI সাথে সম্পর্ক কি?

উত্তরঃ আমাদের প্রদত্ত Apparent power এর মধ্যে Real Power টা কাজে লাগে এবং আমাদের Reactive Power এর  অংশ টুকু লস হয়। আমাদের Reactive Power (ক্যাপাসিটিভ লোড ও ইন্ডাক্টিভ লোড) কিছু চার্জ জমা থাকার কারনে লস হয়। এই চার্জ কে ডিসচার্জ করে ব্যবহারের উপযোগি করাই হচ্ছে PFI এর আসল  কাজ।


PFI এর কাজ কি?

উত্তরঃ PFI  এর কাজ হচ্ছে Reactive Power এর কারনে যে লস হয় তা কমানো। আমাদের ডিস্ট্রিবিউশন লাইনে ভোল্টেজ এবং কারেন্টের আঙ্গেল যাতে কোন ভাবেই বেশি না হয় সেই কাজটি করে PFI। অন্যভাবে বলা যায় ভোল্টের এবং কারেন্টের কারনে যে আঙ্গেলের সৃষ্টি করে বা লস হয় তা কমানোর জন্য PFI ব্যবহার করা হয়।


PFI কীভাবে কাজ করে? 

উত্তরঃ এখানে ৬,৭ স্টেপের PFI Relay এর সাথে বাসবার(RYB) দ্বারা দেখানো হয়েছে। আমরা জানি রিলের কাজ হচ্ছে কন্ট্রোলিং করা। চিত্রে PT (Potential Transformer) ব্যবহার করা হয়েছে যা ভোল্টেজ পরিমাপ করে এবং অন্য পাশে CT (Current Transformer) ব্যবহার করা হয়েছে যা লাইনের কারেন্ট পরিমাপ করে।

এখন কথা হলো PFI কিভবে কাজ করে। আমরা জানি বাসবারের সাথে ইলেকট্রিক্যাল লাইন দ্বারা কানেকশন দেয়া হয়। তাহলে আমরা যেহেতু চিত্রে ৩টা বাসবার ব্যবহার করলাম মানে ৩টা লাইন থেকে কারেন্ট এবং ভোল্টেজ বাসবারের সাথে সংযুক্ত হলো। এখন CT & PT এদের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইনের কারেন্ট এবং ভোল্টেজের কারনে যে আঙ্গেল তৈরি হয়ে তা পরিমাপ করে PFI Relay কে সিগনাল দেয়া। PFI তখন তার নিয়ন্ত্রনে থাকা ক্যাপাসিটর দ্বারা সৃস্টি হওয়া ভোল্টেজ এবং কারেন্টের আঙ্গেল কে নিয়ন্ত্রন করে। ধরুন লাইনে ভোল্টেজ লিডিং এবং কারেন্ট লেগিং এ আছে এখন PFI দেখবে ৬ টা ক্যাপাসিটরের মাঝে কোন ক্যাপাসিটর টা ব্যবহার করে বা সব গুলো ব্যবহার করে এই আঙ্গেল কমানো যায়। কিভাবে রিয়্যাক্টিভ পাওয়ার এর (ইন্ডাক্টিভ লোড ও ক্যাপাসেটিভ লোড) চার্জ কে ডিসচার্জ করে ব্যবহার করা যায়। এভাবেই PFI পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভ করে পাওয়া লস কমাতে সাহায্য করে। 

Pfi

Pfi image



PFI প্ল্যান্ট এ ক্যাপাসিটর ব্যাংকগুলো কি কানেকশন দেওয়া হয় এবং কেন?

উত্তরঃ PFI প্লান্টে ক্যাপাসিটর ব্যাংকগুলো ডেল্টাই কানেকশন দেওয়া হয়। 

বেশ কিছু কারণ আছে-

💠১. এলটি তে ডেল্টা ক্যাপাসিটরে ফুল সিস্টেম ভোল্টেজ প্রয়োগ করে সর্বোচ্চ KVAR ইউটিলাইজ করা যায়। যেটা ইকোনমিক্যাল। 

💠২.স্টার কানেকশনের তুলনায় ডেল্টায় ৩ গুণ বেশি ইমপিডেন্স পাওয়া যায়। 


PFI  ব্যবহারের সুবিধা কি কি?

উত্তরঃ PFIব্যবহারের অনেক সুবিধা রয়েছে। 

💠১.বৈদ্যুতিক অপচয় রোধ করা

💠২.বৈদ্যুতিক বিল কম আসা

💠৩.অতিরিক্ত বৈদ্যুতিক জরিমানা থেকে রক্ষা পাওয়া

💠৪.কন্ডাকটর কম সাইজের লাগে।

💠৫.কপার লস কমায়।

💠৪.এই উচ্চমানের ক্যাপাসিটর ব্যবহারের কারনে লাইনে নয়েজ ফিল্টারিং হয়।

আরো আনেক সুবিধা আছে,তবে সবচেয়ে বড় সুবিধা বৈদ্যুতিক অপচয় রোধ।

Post a Comment

Previous Post Next Post