জেনারেটরের COMMON ALARM/FAULT:
Gpc-3 এবং Safety Chain fault:
এই ফল্ট মূলত ইলেক্ট্রিক্যাল ফল্ট।
Gpc - 3 fault এর কাজঃ
অল্টারনেটর বা জেনারেটর কে প্রটেকশন দেওয়া। কারণ জিপিসির কাজেই হচ্ছে অল্টারনেটর প্রটেকশন দেওয়া এবং জেনারেটর ও গ্রীড এর সাথে সিনক্রোনাইজিং করা।
Gpc-3: Gen protection যে কারণে আসে:
- Revarse power
- Under voltage
- Over voltage
- Over Current
- Synchronize failed & more causes
Safety Chain fault:
সেইফটি চেইন মডিউল জেনারেটর নিরাপত্তা সাধন করে থাকে এবং ফল্ট আসার কারণঃ
- ওভার কারেন্ট
- ওভার ভোল্টেজ
- গ্যাস প্রেসার লো হয়ে গেলে।
- এয়ার ফিল্টারের সমস্যার কারণে।
- জ্বালানীর সমসত্ব মিশ্রণ না হলে।
এবং সেইফটি চেইন মডিউলের সমস্যা হলে ইত্যাদি কারণে আসতে পারে।
Flow monitoring Engine Cooling circuit fault আসার কারণঃ
- HT Outlet এ পানিতে হাওয়া প্রবেশের কারণে
- লিমিট প্রেসার সুইজের ত্রুটির কারণে।
- জ্যাকেট ওয়াটার পাম্প বন্ধ থাকলে
- জ্যাকেট ওয়াটার পানির প্রেসার জিরো হয়ে গেলে।
Very good.
ReplyDeleteDZR current derating কেন আসে?
ReplyDelete