পাওয়ার প্লান্টের জবের জন্য বেসিক প্রশ্নোত্তর

পাওয়ার প্লান্টের জবের বেসিক প্রশ্নোত্তর (ফ্রেসারদের জন্য)

পাওয়ার প্লান্ট কি?

উত্তরঃ বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার স্টেশন বা পাওয়ার প্লান্ট  মানে কারখানার ব্যবহারের সুবিধা সম্পন্ন বিদ্যুৎ শক্তি উৎপাদনের একটি উপায়। 

পাওয়ার প্ল্যান্ট বলতে আমরা একটি কেন্দ্র বা প্রতিষ্ঠানকে বুঝি যেখানে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন, বিতরণ ও বন্টন এর ব্যবস্থ করা হয়। 

এটি Power Station, Power Plant বা Power House নামেও পরিচিত। পাওয়ার প্লান্টের মূল কেন্দ্র

বিন্দুতে থাকে Generator নামের এক ধরনের ঘূর্ণায়মান যন্ত্র যা পরিবাহক ও Magnetic field এর

মাঝে পারস্পারিক গতি সৃষ্টির মাধ্যমে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।

প্লান্টে কি ধরনের Generator ব্যবহৃত হবে তা জ্বালানী শক্তির উৎসের সহজলভ্যতার উপর এবং বিদ্যুৎ উৎপাদনের কৌশলের উপর নির্ভর করে।

বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে?

উত্তরঃ বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার বলে।


Generator কাকে বলে?

উত্তরঃ Generator এমন একটি যন্ত্র বা মেশিন যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়।

আর এই রূপান্তর প্রক্রিয়ায় দরকার একটি চুম্বক ক্ষেত্র (Magnetic field ) বা Alternator। আর এই

Alternator কে ঘুরানোর জন্য প্রয়োজন প্রাইম-মুভার বা Engine.

একটি Generator এর দুটি প্রধান অংশ থাকে।

১। প্রাইম-মুভার/Enginel

২। অল্টারনেটর।


অল্টারনেটর (Alternator) কাকে বলে?

উত্তরঃ এমন একটি Generator যা ঘুরানোর ফলে পরিবর্তন শীল Voltage (Electro motive force) উৎপন্ন করে। যে কোন Generator এর আরমেচার Wending পরিবর্তনশীল Voltage উৎপন্ন করে।


অল্টারনেটরের প্রধান তিনটি অংশ থাকে।

১। Stator

২। Rotor

৩। Exciter

বিদ্যুৎ কি? কত প্রকার ও কি কি?

উত্তরঃ  বিদ্যুৎ এক প্রকার শক্তি।

বিদ্যুৎ দুই প্রকারঃ

১। স্থির বিদ্যুৎ

২। চল বিদ্যুৎ


Current কি?কত প্রকার ও কি কি?

উত্তরঃ পদার্থের মধ্যকার মুক্ত ইলেক্ট্রন সমূহ কোন নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে।

কারেন্টের প্রতীক “।”এবং একক Amperer সংক্ষেপে“A” লেখা হয়।

কারেন্ট দুই প্রকারঃ

১। AC ( Alternative Current) কারেন্ট।

২। DC ( Direct Current) কারেন্ট।

AC (Alternative Current) কারেন্ট কাকে বলে?

উত্তরঃ যে কারেন্ট পরিবর্তন শীল অর্থাৎ দিক পরিবর্তন করে তাকে AC ( Alternative Current) কারেন্ট বলে।


DC (Direct Current) কারেন্ট কাকে বলে?

উত্তরঃ যে কারেন্ট দিক পরিবর্তন করে না তাকে DC কারেন্ট বা Direct Current কারেন্ট বলে।


Voltage কাকে বলে?

উত্তরঃ পরিবাহীর পরমাণুগুলোর ইলেক্ট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন তাকে বিদ্যুৎ চালক বল বা Voltage (Electromotive force) বলে। এর প্রতীক“V” এবং একক “Volt”।

পরিবাহীর Resistance এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের গুণফল হল Voltage. অর্থাৎ, V=IR.

Resistance কি?

উত্তরঃ পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সময় পরিবাহীর পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারনে তা বাঁধা গ্রন্থ হয় তাকে Resistance বলে। Resistance এর প্রতীক “R” এবং একক ওহম (Ohm)।


Power বা ক্ষমতা কি?

উত্তরঃ বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে বৈদ্যুতিক ক্ষমতা বা Power বলে। Power এর একক Watt.

সার্কিটে Voltage এবং Ampere এর গুণফল হিসাবে পাওয়ার পাওয়া যায়। অর্থাৎ, P=VI.


এনার্জি (Energy) বা শক্তি কি?

উত্তরঃ বৈদ্যুতিক ক্ষমতা বা Power কোন সার্কিটে যত সময় কাজ করে Power এর সাথে উক্ত সময়ের গুণফলকে এনার্জি (Energy) বলে। এনার্জির একক Watt-hour(wh) বা Kilowatt-hour (Kwh).

অর্থাৎ, Energy, W=PT (P= Power, T= Time)

Frequency কাকে বলে?

উত্তরঃ এক সেকেন্ড সময়ে যত গুলি সাইকেল উৎপন্ন হয় তাকে Frequency বলে। এর প্রতীক “F” এবং একক সাইকেল/সেকেন্ড (C/S)।


পিরিয়ড কাকে বলে?

উত্তরঃ একটি সাইকেল উৎপন্ন হতে যে সময়ের প্রয়োজন হয় তাকে পিরিয়ড বলে। এর প্রতীক “T”এবং T= 1/F.

Power Factor কাকে বলে?

উত্তরঃ Power facto হল Active Power এবং Apparent Power এর অনুপাত।

অর্থাৎ, Pf= KW/KVA

অর্থাৎ কারেন্ট এবং Voltage এর মধ্যবর্তী কোনের Cosine এর মান কে Power factor বলা হয়।

ইহাকে coseθ দ্বারা প্রকাশ করা হয়। "θ"হল Current এবং Voltage এর মধ্যবর্তী কোণ।

Power factor তিন ধরনের হয়ঃ

১। Leading power factor

২। Lagging power factor

৩। Unity power factor

Leading power factor: যখন Current, Voltage এর থেকে আগিয়ে থাকে তাকে Leading power factor বলে।

যেমন: ১০ ডিগ্রী Leading factor বলতে বুঝায় Current, Voltage এর সাপেক্ষে ৯০ ডিগ্রী আগিয়ে আছে।

Lagging power factor: যখন Current, Voltage এর থেকে পিছিয়ে থাকে তাকে Lagging power factor বলে।

যেমন: ১০ ডিগ্রী Lagging factor বলতে বুঝায় Current, Voltage এর সাপেক্ষে ৯০ ডিগ্রী পিছিয়ে আছে।


Unity power factor: এ অবস্থায় Current ও Voltage এর মাঝখানে কোন কৌণিক ব্যবধান থাকে না। অর্থাৎ Current ও Voltage ইনফেজে থাকে।

Power factor correction কি? Power plant-এ কিভাবে Power factor correction করা যায়?

উত্তরঃ Power factor correction বলতে আমরা বুঝি কোন একটি System এ Reactive power এর পরিমাণ কমিয়ে Active Power এর পরিমাণ কে বাড়ানো। আমরা সাধারণত Capacitor Bank

অথবা সিনক্রোনাস মোটর ব্যবহার করে Power factor correction বা Power factor Improve করম থাকি। সাধারণত আমরা Power plant অথবা Industry তে Power factor Improve করার জন্য Capacitor Bank ব্যবহার করে থাকি।

Power factor ৮০% অথবা COSθ= ০.৮ বলতে কি বুঝায়?

উত্তরঃ Power factor ৮০% অর্থাৎ COSθ= ০.৮ বলতে বুঝি ১০০KVA (Apparent power Supply power হলে ৮০ KW Active power পাওয়া যাবে। Power factor লোডের উপর নির্ভর করে।



রিভার্স পাওয়ার কি?

উত্তরঃ দুই বা ততোধিক জেনারেটর যা প্যারালালে বা সিনক্রোনাস অবস্থায় চালু আছে। হঠাৎ একটি

জেনারেটরের Engine এ ত্রুটি দেখা দিয়ে Engine ট্রিপ করেছে, কিন্তু সে Generator এর ACB টি ট্রিপ করেনি। এ অবস্থায় সেটি বাসবার থেকে পাওয়ার গ্রহণ করে জেনারেটরটি মোটর হিসাবে ঘুরতে থাকবে। কোনভাবেই সেই Engine টি বন্ধ করা যাবেনা। Fuel line off করে এমনকি Engine এর Main DC supply off করেও বন্ধ করা যাবে না। কারন এটি Generator বা Alternator এর শক্তিতে ঘুরছে। এ অবস্থায় ACB টি Trip করণেই এই Engineটি বন্ধ হয়ে যাবে। আর এই পাওয়ারকেই রিভার্স পাওয়ার বলে।

বর্তমানে সকল Control panel ই সেট পয়েন্ট থাকে। সেই সেটিং পয়েন্ট অতিক্রম করলেই ACB trip করে যাবে।

সিনক্রোনাইজেশন কি?

উত্তরঃ দুই বা ততোধিক জেনারেটরকে নিদিষ্ট শর্ত সাপেক্ষে  প্যারালালে পরিচালনা করাকে সিনক্রোনাইজেশন বলে।


সিনক্রোনাইজেশনের প্রধান শর্ত তিনটিঃ

১। সকল জেনারেটরের Voltage এক হতে হবে।

২। সকল জেনারেটরের Frequency এক হতে হবে।

৩। সকল জেনারেটরের Polarity / Phase angle এক হতে হবে।

Engine কি?

উত্তরঃ ইঞ্জিন এমন একটি ডিভাইস বা যন্ত্র যা ফুয়েল  বা জ্বালানির রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে এই শক্তিতে নিজে চলে ও অন্যকে চালায়।

Engine শব্দটির সাথে পরিচিত নয় এমন মানুষ পাওয়া মুশকিল। Engine এর ব্যবহার আমাদের জীবনের সর্বক্ষেত্রে। বাসা বাড়ি, থেকে শুরু করে জলে,স্থলে,আকাশ, অফিস আদালতে,কলকারখানা সব জায়গাতেই Engine এর ব্যবহার। Engine আবিস্কারের ফলে সভ্যতা পেয়েছে গতি,বেড়েছে কাজের পরিধি, কমেছে কাজের সময়। আগে যে কাজটি করতে শতশত মানুষের প্রয়োজন হত, সঙ্গে প্রচুর সময় লাগত, আর Engine এর সাহায্যে একটি সুইচ টিপে দিলেই মুহূর্তেই সেই কাজটি হয়ে যাচ্ছে। Engine শব্দটি এসেছে প্রাচীন ফ্রেঞ্চ “Engin” এবং ল্যাটিন “Ingenium” শব্দ থেকে। আমরা জানি শক্তির কোন ধ্বংস নেই, শুধু এক রুপ থেকে অন্য রুপে রূপান্তর করা যায় মাত্র ৷

যে যন্ত্রটি শক্তিকে কার্যকর যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে Engine বলে। সহজ ভাষায় Engine এর সাহায্যে আমরা Motion বা গতি পাই। যে কোন জ্বালানী পুড়ালে তাপ উৎপন্ন হয়। আর প্রক্রিয়াকে বলে দহন বা Combustion.


দহন বা Combustion কোথায় হচ্ছে তার উপর ভিত্তি করে Engine কে দুই ভাগে ভাগ করা হয়।

যেমনঃ

১ অন্তঃদহন বা Internal combustion Engine 

২। বহিঃদহন বা External combustion Engine 

আমাদের Gas Engine গুলি সাধারনত অন্তঃদহন বা Internal combustion Engine.

Gas mixer unit এর কাজ কি?

উত্তরঃ Gas mixer unit: Fuel এবং অক্সিজেনকে নির্দিষ্ট অনুপাতে Mixer করা এর কাজ।


Turbocharger এর কাজ কি?

উত্তরঃ Turbocharger: Engine এর ভিতরের দহন কৃত বর্জ্য বা ধোয়া Exhaust রুপে বাহির করা এবং বাহিরের Fresh air বা জ্বালানী সহায়ক অক্সিজেন সরবরাহ করা এর কাজ।


Lube-oil pump এর কাজ কি?

উত্তরঃLube-oil pump : Engine এর Mechanical parts moving এর সময় ঘর্ষণ এড়ানোর জন্য lube-oil Pump এর মধ্যমে Engine এ lube-oil Circulation করা হয়ে থাকে।

jacket water pump এর কাজ কি?

উত্তরঃ jacket water pump: Engine এর ভিতরের তাপকে পানির সাহায্যে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং পানির সাহায্যে Heat exchange করার জন্য Engine এর ভিতরের পানিকে Circulation করা হয়।


mixtur pump এর কাজ কি?

উত্তরঃ mixtur pump: Engine এর Fuel কে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখার জন্য Radiator দিয়ে ঠান্ডা করা হয়। এই Radiator এর পানির প্রবাহ ঠিক রাখার জন্য এই পাম্প চালানো হয়।

Heat exchanger এর কাজ কি?

উত্তরঃ Heat exchanger : Engine এর ভিতরের Jacket water pump এবং Mixer water pump এর পানির তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখার জন্য Heat exchanger ব্যবহার করা হয়ে থাকে।


Raw water pump এর কাজ কি?

উত্তরঃ Raw water pump : Engine এর Inlet water temperature কে Heat exchange এর মাধ্যমে নিয়ন্ত্রনে রাখার জন্য Normal পানি heat exchanger এর ভিতর দিয়ে Circulation করার জন্য এই পাশ ব্যবহার করা হয়।

Cooling Tower এর কাজ কি?

উত্তরঃ Cooling Tower: Engine এর Inlet water temperature Exchange কৃত গরম পানি পুনরায় ঠাণ্ডা করার জন্য Cooling tower ব্যবহার করা  হয়।


Schedule Maintenance:

E-30 Schedule Maintenance (প্রতি 2500 ঘণ্টা পরপর )

১।  Lube-oil Change.

২। Lube-oil filter Change.

৩। Spin-on filter Change.

৪। air filter change/ clearing.

৫। gas filter cleaning.

E-40 Schedule Maintenance (প্রতি 4000 ঘণ্টা পরপর )

১। Check Valve Clearance.

২। Valve hight measurement.

৩। alternator bearing gresing.


Spark plug change. (8000 ঘণ্টা পর পর)


E-50 Turbocharger maintenance (16000 ঘণ্টা পরপর)

পাওয়ার প্লান্টের বেসিক প্রশ্নোত্তর
Image: CG 170-16



Post a Comment

Previous Post Next Post