১. পিস্টনের কাজ কি?
উত্তরঃ পিস্টন ইঞ্জিনের শক্তিকে কানেকটিং রডের মাধ্যমে কামশ্যাফটে চালিত করিয়া ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুর্নিত করে। পিষ্টন সিলিন্ডারের মধ্যে (টপ ডেড সেন্টার) টি.ডি.সি হতে বটম ডেড সেন্টার পর্যন্ত এবং নিচের সীমারেখা হতে উপরের সীমা রেখা পর্যন্ত উঠানামা করে। ইঞ্জিনের চারটি স্ট্রোক সাকশন কম্প্রেশন পাওয়ার, এগজস্ট স্ট্রোক, সম্পন্ন করে। এছাড়াও ইহা কানেকটিং রডের উপরের দিকে বিয়ারিং এবং গাইড হিসেবে কানেকটিং রডকে চালিত করে। পিষ্টন গ্রুপের মধ্যে পিস্টন রিং ধারন করে রাখে।
০২. পিস্টন রিং এর কাজ?
উত্তরঃ পিস্টন রিং সাধারনত দুই ধরনের হয়। যেমনঃ
১। ওয়েল রিং ২। কম্প্রেশন রিং
ওয়েল রিংঃ ইহা লুব্রিকেন্ট ওয়েলকে কম্বাসন চেম্বারে পৌঁছতে দেখনা। সিলিন্ডারের গায়ে অতিরিক্ত মাত্রার অয়েল বা তেলকে চেচিয়া পুনরায় অয়েল চেম্বারে পাঠায়।
কম্প্রেশন রিংঃ ইহা পিস্টন এবং সিলিন্ডার ওয়ালের শূন্যস্থানে সাঁল বা আবরন সৃষ্টি করে এবং কম্বাসন চেম্বার থেকে বাতাস এবং অয়েল সাম্পের মধ্যে গ্যাস লিক হইতে দেয়না।
০৩. লাইনার এর কাজ?
উত্তরঃ সিলিন্ডার লাইনার একটি ফাঁপা ধাতু দ্বারা ইঞ্জিন ব্লকের মধ্যে ঢুকানো থাকে। ইঞ্জিন ব্লকের এবং সিলিন্ডার- এর ক্ষয় হওয়া রোধের জন্য সিলিন্ডার লাইনার ব্যবহার করা হয়।
০৪. পুশ রডের কাজ?
উত্তরঃ ক্যাম শ্যাফটের লুবের ধাক্কার মাধ্যমে ইনটেক ভাল্বকে সঠিক সময়ে খোলা এবং এগজস্ট ভাল্বকে সঠিক সময়ে বন্ধ করাই পুশরডের কাজ।
০৫. টাইমিং গিয়ারের কাজ?
উত্তরঃ ক্র্যাঙ্কশ্যাফট ও ক্যামশ্যাফট এর সাথে সংযুক্ত দুটি গিয়ারের মাধ্যমে ক্র্যাংকশ্যাফট ও ক্যাম শ্যাফট এর ঘুর্নন অনুপাত নির্ধারন করে। এই গিয়ার দুটিকে টাইমিং গিয়ার বলে। সঠিক টাইমিং-এর জন্য টাইমিং গিয়ার ব্যবহার করা হয়। ক্যাম গিয়ারের দাঁতের সংখ্যা ক্র্যাঙ্কশ্যাফট গিয়ের চেয়ে দ্বিগুন হয়ে থাকে।
০৬. ভাল্ব লিফটারের কাজ?
উত্তরঃ লিফটারের মাধ্যমে ক্যাম সারসরি ভাল্ব বা পুশ রডকে পরিচালিত করে এজন্য এটাকে ট্যাপেট বা ক্যাম ফলোয়ারও বলে।
০৭. ওয়েস্ট গেট কাজ?
উত্তরঃ এগজস্ট লাইনে অর্থাৎ টারবাইনের উপর চাপ কমানোর জন্য এগজস্ট লাইনে বাইপাস সিস্টেম ব্যবহার করে এগজস্টকে বের করে দেওয়ার জন্য ওয়েস্ট গেট ব্যবহার হয়।
০৮. PMG এর কাজ?
উত্তরঃ PMG (Permanent Magneto Generator) কে পাইলট এক্সাইটার বলা যায়। এক্সাইটারকে উত্তেজিত করার জন্য বড় বড় অল্টারনেটরে PMG ব্যবহার করা হয়। ফিল্ডকে শক্তিশালী চুম্বক ক্ষেত্রে পরিনত করার জন্য এক্সাইটেশন জরুরী, মুল এক্সাইটারে নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই করে এক্সাইটেশনে কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করাই PMG এর কাজ।
০৯. ক্যাম লুবের কাজ?
উত্তরঃ ক্যাম শ্যাফটের ক্যাম ঘুরে ভাল্ব লিফটারকে ধাক্কা দিলে ইঞ্জিনের ইনলেট ভাল খুলে গিয়ে চার্জ প্রবেশ করে বা এগজস্ট ভাল্ব খুলে পোড়া, গ্যাস বের করে দেয়। ক্যাম লুব ঘুরে গিয়ে থাকা ছেড়ে দিলে ভাল্ব স্প্রিং ভাল্বকে টেনে ভাল্ব সীটে বসিয়ে দেয়।
১০. ভাল্ব সিটের কাজ?
উত্তরঃ ভাল্ব খোলা এবং বন্ধ হওয়ার প্রক্রিয়ায় সিলিন্ডার হেডের সাথে ঘর্ষনের হাত থেকে রক্ষা এবং চার্জ লিকেজে রোধের জন্য ভাল্ব সিট ব্যবহার করা হয়।
১১. ভাল্ব গাইডের কাজ?
উত্তরঃ ভাল্ব স্টেমকে (Stem) আঁটসাঁট বা সোজা রাখার জন্য ভাল্ব গাইড ব্যবহার করা হয়।
১২. গ্যাসকেটের কাজ?
উত্তরঃ ইঞ্জিনের চার্জ লিকেজ রোধ এবং সিলিন্ডার ব্লকের সাথে হেডকে অধিক ভাবে সংযুক্ত করার সুবিধার্থে গ্যাসকেট ব্যবহার করা হয়। এছাড়াও বাতাস, পানি, বাষ্প, জ্বালানী প্রভৃতির লিকেজ রোধ করতেও গ্যাসকেট ব্যবহার করা হয়।
Image: engine head components |