সমুদ্রগামী বানিজ্যিক জাহাজের পরিচয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনাঃ-
(1) Bulk Cargo Vessel/ Ship কি?
(2) Container Vessel/ Ship কি?
(3) Tanker Vessel/ Ship কি?
(4) Car Carrier Vessel কি?
(5) Cattle Carrier Vessel কি?
(6) LPG/LNG Carrier Vessel কি?
(7) Cruise Ship কি?
(১) Bulk cargo vessel : যে বানিজ্যিক সমুদ্রগামী জাহাজে পন্য ঢালা বা খোলা বা ঝুড়া আকারে পরিবহন করা হয় সেটি হলো বাল্ক কার্গো জাহাজ। ১৮৫২ সাল থেকে আধুনিক বাল্ক কার্গো জাহাজ বিশ্বে পন্য পরিবহন হয়ে আসছে। বর্তমানে এমন জাহাজে খাদ্যশস্য, সিমেন্ট, আকরিক, কয়লা, স্টীল কয়েল এ জাতীয় পন্য পরিবহন করা হয়ে থাকে। বিশ্বের পন্য পরিবহনের প্রায়( +-) ২০% পন্য বাল্ক কার্গো জাহাজে পরিবাহিত হয়ে থাকে।
(২) Container Vessel: যে বানিজ্যিক সমুদ্রগামী জাহাজে পন্য কন্টেইনারে ভরে পরিবহন করা হয় সেটি হলো কন্টেইনারবাহী জাহাজ। ১৯৫৬ সালে কন্টেইনার জাহাজ শুভ সূচনা হলেও ১৯৬৫ সাল থেকে আধুনিক কন্টেইনার জাহাজে বিশ্বে পন্য পরিবহন হয়ে আসছে। বর্তমানে বিশ্বের পন্য পরিবহনের প্রায়( +-) ৮০% পন্য কন্টেইনার জাহাজে পরিবাহিত হয়ে আসছে।
(৩) Tanker Vessel: যে বানিজ্যিক জাহাজে ভোজ্য তেল ও জ্বালানি তেল পরিবাহিত হয়ে আসে সেটি Tanker vessel। Tanker Vessel dangerous cargo vessel, এটি ছোট আকারের হলে জেটিতে বার্থ নেওয়ার পর জাহাজ থেকে পাম্প করে তেল Shore ট্যাংকে লোড করে দেওয়া হয়।
(৪) Car carrier :যে বানিজ্যিক জাহাজে গাড়ি পরিবাহিত হয়ে আসে সেটি Car carrier / RO-RO (Roll on Roll off) Ferry vessel. এটি একটি বিশেষায়িত জাহাজ এ জাহাজে শুধুমাত্র কার, জীপ, ট্রাক, বাস, লরী, ট্রাক ফিটেড ক্রেন, ফর্ক-লিফট এ জাতীয় গাড়ি পরিবহন করা হয়।
(৫) Cattle Carrier: যে বানিজ্যিক জাহাজে জীবন্ত পশু পরিবাহিত হয়ে আসে সেটি Cattle carrier vessel. বিশেষ করে হজ্ব মৌসুমে অস্টেলিয়া, সোমালিয়া, থেকে গরু, ছাগল, ভেড়া বহন করে জেদ্দা বন্দরে নেওয়া হয়।
(৬) LPG carrier: যে বানিজ্যিক জাহাজে LPG গাস, LNG gas পরিবাহিত হয়ে আসে সেটি LPG/LNG Gas carrier vessel. আমাদের দেশে সাধারণত কাতার হতে সিংগাপুর, সিংগাপুর থেকে চট্টগ্রাম ও মংলা বন্দরের সন্নিকটে LPG Plant এ জাহাজ থেকে পাম্প করে এমন গ্যাস ট্যাংক ভরে রাখা হয়। পরবর্তীতে এই ট্যাংক থেকে ছোট ছোট বোতল ভরে বিক্রি করা হয়।
(৭) Cruise Vessel: যে বানিজ্যিক জাহাজ সৌখিন ভ্রমণকারীদের নিয়ে বিভিন্ন দেশ ভ্রমণে যাত্রা করে সেটি হলো Cruise Vessel. ১০ এপ্রিল ১৯১২ সালে যেমন সাগরে ভেসে Southampton England থেকে নিউইয়র্ক যাত্রা করেছিল Titanic আর এখন হলো Oasis of the Seas আধুনিক ক্রুজার ভেসেল।।