এফএইচপি:
ইঞ্জিনের ভিতরে উৎপন্ন যে শক্তি ইঞ্জিনের বিভিন্ন ঘূর্ণায়মান যন্ত্রাংশের ঘর্ষণজনিত বাধায় অপচয় হয়, এই অপচয় হওয়া শক্তিকে এফএইচপি পাওয়ার বলে।
FHP = IHP – BHP
(Mechanical Efficiency) ইঞ্জিনের এইচপি (BHP) এবং আইএইচপি (IHP)-এর অনুপাতকে মেকানিক্যাল ইফিসিয়েন্সি বলে।
এটা সব সময় শতকরা (%) হিসেবে প্রকাশ করা হয়।
BHP মেকানিক্যাল ইফিসিয়েন্সি ME = মিট x১০০
চার স্টোক ইঞ্জিনের কার্যকরী ধাপসমূহ:
১। সাকশন (Suction)
২। কম্প্রেশন (Compression)
৩। ইনজেকশন (Injection),
৪। কম্বাশন (Combustion),
৫। এগজস্ট বা স্ক্যাভেনজিং (Exhaust)
সিসি (CC) কি?
উত্তর: ইঞ্জিন সিলিন্ডারের মােট আয়তনকে সংক্ষেপে সিসি বলে।
সিসি যত বেশি হবে এর শক্তিও তত বেশি হবে। CC এর পূর্ণ অর্থ হচ্ছে কিউবিক সেন্টিমিটার (Cubic Centimeter). অর্থাৎ সােয়েপ্ট ভলিডমকেও সিসি দ্বারা প্রকাশ করা হয়।
সাইকেল (Cycle) : কি?
উত্তর: ইঞ্জিনের মধ্যে একবার শক্তি উৎপাদনের জন্য ক্র্যাংক শ্যাক্ট ঘুরে ঘুরে পর্যায়ক্রমে যে কাজগুলাে করে থাকে, তাকে সাইকেল (Cycle) বলা হয়। একটা সাইকেলে নিমােক্ত কাজগুলাে সম্পন্ন হয়