১। সাকশন (Suction)
2(Compression)
৩। ইনজেকশন (Injection) - ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে
ইগ্নিশন (Ignition) - পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ৪। কম্বাশন (Combustion) বা ফায়ারিং বা পাওয়ার ৫। এগজস্ট (Exhaust) বা স্ক্যাভেঞ্জিং (Scavenging)
১। সাকশন (Suction) | সাকশন অর্থ হচ্ছে বায়ুশূন্য করে কোনাে কিছু টেনে নেয়া বা চুষে নেয়া। ইঞ্জিন কয়েকটি স্ট্রোকের মাধ্যমে | শক্তি উৎপাদনের কাজ সম্পন্ন করে থাকে। প্রথম স্ট্রোকে পিস্টন সরে যাওয়ার সিলিন্ডারের মধ্যে বায়ুশূন্যতার সৃষ্টি হয়। ফলে ইনলেট পাের্টের ছিদ্রপথ দিয়ে বাতাস অথবা বাতাস ও জ্বালানির মিশ্রণ সিলিন্ডারের ভিতরে টেনে নেয়। তাই ইঞ্জিনের প্রথম স্ট্রোকে বায়ুশূন্য সিলিন্ডারে এভাবে বাতাস অথবা বাতাস/জ্বালানির মিশ্রণকে টেনে নেয়াকে। সাকশন বলে এবং এই স্ট্রোককে সাকশন স্ট্রোক বলা হয়।
২। কম্প্রেশন (Compression) কম্প্রেশন শব্দের অর্থ হচ্ছে সংকোচন। অর্থাৎ কোনাে কিছুকে চাপ দিয়ে সংকুচিত করা।