গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তরঃ
১. পাওয়ার ফ্যাক্টর কি ?
উত্তরঃ এ সি সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর
বলে।
২. পাওয়ার ফাক্টরের মান বেশি হলে ভাল না কম হলে ভাল?
উত্তরঃ বেশি ।
৩.পাওয়ার ফ্যাক্টর মানের উন্নতি কেন করি?
উত্তরঃ ল্যাগিং কারেন্টকে লিডিং করার জন্য।
৪.ভোল্টেজ এবং কারেন্ট এর মধ্যে প্যার্থক্য কি?
উত্তরঃ কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেক্ট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে । অন্যদিকে ইলেক্ট্রন প্রবাহ
করানোর জন্য যে চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে।
৫. পি এল সি কি? কেন বব্যহার করা হয় ?
উত্তরঃ প্রগ্রামেবল লজিক কন্ট্রলার। লোডকে ল্যাডার লজিক প্রগ্রামের মাধ্যমে কন্ট্রল করার জন্য ব্যবহার করা
হয়।
৬. সার্ভো ড্রাইভ মোটর কি?
উত্তরঃ উচ্চ টর্ক বিশিষ্ট এমন এক ধরনের মোটর যা সাধারনত ভারী জিনিষ সরানোর কাজে ব্যবহার করা হয়। ইহা সাধারনত ০ থেকে ১৮০ ডিগ্রী পর্যন্ত ঘুড়তে পারে।
৭.সাধারনত পিটি এর সেকেন্ডারিতে ভোল্টেজ কত?
উত্তরঃ ১১০ ভোল্ট ।
৮. একটি সিটির রেশিও বলুন ।
উত্তরঃ ২০০/৫ আম্পিয়ার।