চাকরির প্রস্তুতির জন্য ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ প্রশ্নউত্তর -১

১। বাস কাপলার কী?

উত্তর : বাস কাপলার মূলত সার্কিট ব্রেকার ও আইসােলেটরের সমম্বয় মাত্র। 


২। বাসবার সিস্টেমে বাস কাপলার কেন ব্যবহৃত হয়?

উত্তর : প্রধান বাসবার থেকে লােড অক্সিলিয়ারি বাসবারে স্থানান্তর করার জন্য বাস কাপলার ব্যবহৃত হয়।


 ৪। বাসবারের কাজ কী?

উত্তর : এক বা একাধিক সাের্স থেকে বৈদ্যুতিক এনার্জি গ্রহণ করে এক বা একাধিক লােডে সরবরাহ করা।


 ৪। বাসবার কী?

 উত্তর : বাসবার মূলত তামা বা অ্যালুমিনিয়াম-এর পাত বা রড। তবে বাসবার রেকট্যাঙ্গুলার বার, ফাপা পাইপ বা ত্রিভুজাকৃতিরও হতে পারে। এক বা একাধিক সার্কিট থেকে বৈদ্যুতিক এনার্জি গ্রহণ ও বিভিন্ন সার্কিটে বা ফিডারে বিতরণ করে।



 ৫। বাস কাপলারে কী কী অংশ থাকে? 

উত্তর : বাস কাপলার মূলত সার্কিট ব্রেকার ও আইসােলেটরের সমম্বয় মাত্র। বাস কাপলারের চারপাশে ফায়ার প্রুফ দেয়াল থাকে। 


৬। বাসবার ব্যবস্থাপনায় কী কী সুইচ ব্যবহৃত হয়?

উত্তর : সার্কিট ব্রেকার এবং আইসােলেটর।

 ৭। ডাবল বাসবার সিঙ্গেল ব্রেকার সিস্টেমে মেইন বাসবার থেকে অক্সিলিয়ারি বাসে পাওয়ার প্রেরণের ধাপগুলাে লেখ।

উত্তর : (ক) প্রথমে বাস কাপলার বন্ধ করতে হবে।
(খ) অক্সিলিয়ারি বাসে আইসােলেটরগুলাে বন্ধ করতে হবে।
 (গ) মেইন বাসের আইসােলটরে ওপেন করতে হবে। 



৮। বাসবার ম্যাটেরিয়াল হিসেবে কপার কোথায় ব্যবহৃত হয়?

উত্তর : যেখানে স্থাপন স্থান কম ও বাসবার ম্যাটেরিয়াল কম পরিমাণে দরকার, সেখানে কপার ব্যবহৃত হয়। 


৯। বাসবারের আকৃতি কেমন হয়? 

উত্তর : (ক) একক পাতের আয়তাকার সেকশন বাসবার।
(খ) অ্যাঙ্গেল বা চ্যানেলের বাসবার। 
(গ) ডাবল চ্যানেলের বাসবার.. •
(ঘ) ফাঁপা ও টিউব আকৃতির বাসবার।

১০। ওপেন বাসবার কী?

উত্তর : যে বাসবারে রক্ষার জন্য কোনাে আবরণ থাকে না, তাকে ওপেন বসিবার বলে। 



১১। এনক্লোজড বাসবার কী?

উত্তর : যে বাসবারে অন্য কোনাে পদার্থের কভার দ্বারা আবৃত থাকে, তাকে এনক্লোজড বাসবার বলে। এ কভার অ্যালুমিনিয়াম বা স্টিলের শিট হয়ে থাকে। 

১২। আউটডাের সবার কী?

উত্তর : যে বাসবার ভােলা বা ধাতব আবরণ দ্বারা আবৃত অবস্থায় খােলা আকাশের নিচে স্থাপন করা হয়, তাকে আউটডাের বাসবার বলে।






Post a Comment

Previous Post Next Post