অটোমোবাইল ও পাওয়ার প্লান্ট সেক্টরে জব প্রস্তুতি -১

এসেমব্লি (Assembly) কি?

উত্তর: ছােট ঘােট বা ভিন্ন ভিন্ন কতকগুলি পার্টস পর পর ফিট করিবার পর যে কার্যকরী বস্তুটি তৈরী হয় তাহাকে এসেমব্লি বলে। 



এলাইনমেন্ট (Alignment) কি?
উত্তর: দুইটি পার্টস একই লাইনে উচু-নীচু না হইয়া সর্বত্র সমানভাবে সেন্টি লাইনে ( Centriline) ঠিক রাখিয়া ফিট করাকে এলাইনমেন্ট বলে। 


এগজষ্ট মেনিফোল্ড (Exhaust manifold) কি: উত্তর: সিলিণ্ডার হইতে প্রজলিত গ্যাস এগজষ্ট ভালব, বা পাের্ট হইয়া যে পাইপ দ্বারা বাহির হইয়া যায় তাহাকে এগষ্ট মেনিফোল্ড বলে। 

 (Inlet manifold) কি? 
উত্তর:বাহির হইতে বায়ু এয়ার ক্লিনার হইয়া এবং কারবারেটার হইতে মিকচার যে পাইপ দ্বারা সিলিণ্ডারের ভিতরে যায় সেই পাইপকে ইনলেট মেনিফোন্ড বলে অথবা পেট্রোল ইজিনে কারবারেটার এবং ডিজেল ইঞ্জিনে এয়ার ক্লিনার যে পাইপের সঙ্গে ফিট করা থাকে তাহাকে ইলেট মেনিফোন্ড বলা হয়।



এয়ার ক্লিনার (Air cleaner) কি?
উত্তর: কারবারেটার হইতে আলানীর উপযােগী গ্যাস এবং বাহিরের বায়ু সিলিণ্ডারের ভিতর প্রবেশ করাইয়া, কমপ্রেশন করিয়া থাকে। বায়ুর সঙ্গে ধূলা, বালি থাকায় লায়নার, পিষ্টন, পিষ্টন রিংএর অযথা ক্ষয়প্রাপ্তি হইতে রক্ষা করিবার জন্য ডিজেল ইজিনে ইলেট মেনিফো-এর উপর এবং পেট্রোল ইজিনের কারবারেটারের উপর বায়ুশােধক জালী বসান থাকে। যে বায়ু শােধক জাশীর যারা বায়ুকে শােধন (পরিস্কার করা হয়, তাহাকে:এয়ার ক্লিনার বলে।

إرسال تعليق

أحدث أقدم