ইঞ্জিনের বিভিন্ন অংশের গঠনপ্রণালি

পিস্টনের বিভিন্ন অংশের নাম - 

১। পিস্টন ক্রাউন
২। পিস্টন রিং গ্রুভ 
৩। পিস্টন রিং ল্যান্ড 
৪। অয়েল রিং গ্রুভ 
৫। গজন পিন গ্রুভ 
৬। পিস্টন বস

গঠন অনুসারে পিস্টন বিভিন্ন রকম হতে পারে। তার মধ্যে কয়েকটি নাম নিয়ে দেওয়া হলােঃ

১। ফ্ল্যাট হেড পিস্টন - সমতল মাথাবিশিষ্ট
 ২। কনকেভ হেড পিস্টন - অবতল মাথাবিশিষ্ট 
৩। কনভেক্স হেড পিস্টন - উত্তাল মাথা বিশিষ্ট 
৪। ইরেগুলার পিস্টন - অসম আকৃতির মাথাবিশিষ্ট 
৫। ক্রাউন হেড পিস্টন - মুকুট আকৃতির মাথাবিশিষ্ট
 ৬। ডিফ্লেকটার হেড পিস্টন - একদিকে বাঁকানাে মাথা বিশিষ্ট কম্প্রেশন রিং। অয়েল রিং পিস্টন রিং (Piston Ring) পিস্টনের গায়ে রিং পরানাে থাকে। পিস্টন রিং দেখতে অনেকটা মেয়েদের হাতের চুড়ির মতাে। তবে এর এক জায়গায় কেটে ফাক করা থাকে। পিস্টন রিং সাধারণত কাস্ট-আয়রন, স্পেশাল অ্যালয় স্টিল অথবা কম্পােজিট স্টিল দিয়ে তৈরি করা হয়। 

পিস্টন রিং সাধারণত দুই প্রকার হয়ে থাকে। যেমন  

(১) কম্প্রেশন রিং (Compression Ring) 
(২) অয়েল রিং (oil Ring)
ক্র্যাংক শ্যাফট ক্যাম শ্যাফটকে পরিচালিত করে। 

ক্র্যাংক শ্যাফটে সাধারণ তিন ধরনের বিয়ারিং ব্যবহার করা হয়। যেমন -

১। মেইন বিয়ারিং বা জার্নাল বিয়ারিং 

২। বিগ এন্ড বিয়ারিং বা ক্র্যাংক পিন বিয়ারিং

 ৩। থ্রাস্ট বিয়ারিং


ক্র্যাংক শ্যাফট এর প্রধান অংশসমূহের নাম নিমরূপ

১। প্রধান জার্নাল (Main Journal) 

২। ক্র্যাংক পিন (Crank Pin)। 

৩। ক্র্যাংক ওয়েব (Crank Webs) 

৪। কাউন্টার ওয়েট (Counter Wight) 

৫। অয়েল হােল (Oil hole)

 ৬। ফ্লাই হুইল ফ্রেঞ্জ (Fly Wheel flange)




Post a Comment

Previous Post Next Post