একচুয়েটর এর কাজ কি? একচুয়েটর কিভাবে কাজ করে?
একচুয়েটর: Actuator হল এমন একটি mechanism যা কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে কোন নির্দিষ্ট কার্য সম্পাদন করে থাকে এবং ইঞ্জিনের চাহিদা অনুযায়ী ফুয়েল ইঞ্জিন সিলিন্ডারে সরবরাহ করে।
Actuator দুই ধরনের motion তৈরি করে। যথাঃ
- Linear বা রৈখিক
- Rotary বা ঘূর্ণায়মান
একচুয়েটর এর কার্যপ্রণালীঃ
একচুয়েটর একটি কন্ট্রোল সিগন্যাল রিসিভড করে এবং রিসিভিং সিগন্যালকে মেকানিক্যাল motion এ কনভার্ট করে। এরপর প্রয়ােজন অনুসারে motion কম বেশি করে। যেমন ইঞ্জিনের ক্ষেত্রে, ইঞ্জিনের লােড অনুযায়ী ফুয়েল অথবা মিক্সার কম বেশি করে। এতে অবশ্যই ইঞ্জিনের স্পীড একটি নির্দিষ্ট অবস্থায় রাখে। লােড বাড়লে Actuator বেশি খুলে যায় আবার লােড কমলে Actuator কম খুলে। ইঞ্জিনের চাহিদা অনুযায়ী actuator থ্রটলকে নিয়ন্ত্রণ করে ইঞ্জিন সিলিন্ডারে জ্বালানি সরবরাহ করে থাকে।
একচুয়েটর প্রকারভেদঃ
- Hydraulic Actuator
- Pneumatic Actuator
- Electrical Actuator
- Mechanical Actuator
- Thermal Actuator
- Magnetic Actuator
- Rotary Actuator
কাজের ধরণ ও অবস্হান ভেদে একেক জায়গায় একেক ধরনের Actuator ব্যবহার করা হয়। যেমন ইঞ্জিনের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য কুলিং সিস্টেমে Electrical Actuator ব্যবহার করা হয়। যেটাকে আমরা Three way valve হিসাবে জানি। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল অনেক কাজের ক্ষেত্রে Actuator ব্যবহার করা হয়
Image: Actuator |