পাওয়ার প্লান্ট বা জেনারেটর সেকশনে জবের জন্য ইন্টারভিউ এর কিছু কমন প্রশ্নোত্তর আলোচনা করা হলোঃ
১। Oil temperature বাড়ার কারণ কি?
উত্তরঃ
- Cooling system ঠিকমত কাজ না করলে।
- Oil cooler ময়লা হলে বা প্রর্যাপ্ত কুলিং না হলে
- Heat exchanger ময়লা হলে।
- Oil quality ঠিক না হলে।
- Lube oil pump প্রেসার ঠিক না থাকলে।
- লুব অয়েল ফিল্টার ময়লা হলে।
- ইঞ্জিন এয়ার কুলিং সিস্টেম ঠিকমত কাজ না করলে, ইঞ্জিন অতিরিক্ত গরম হবে তখন লুব অয়েল টেম্পারেচার বাড়বে।
২। Oil pressure কমার কারণ কি?
উত্তরঃ
- Lube oil quality ঠিক না থাকলে।
- Lube oil filter ময়লা হলে।
- Lube oil pump এর প্রেসার ঠিক না থাকলে।
- Lube oil cooler ময়লা হলে।
- Sensor সমস্যা হলে।
৩। জ্যাকেট ওয়াটার টেম্পারেচার বেড়ে গেলে কি কি চেক দিতে হবে?
উত্তরঃ
- Coolling pamp check
- stainer dust
- jacket water pump problem
- coolling tower problem
- Three way valve problem.
- heat exchenger dust
- Sensor check
- থার্মোষ্টেট ভালভ অথবা থ্রি ওয়ে ভালব সঠিক ভাবে কাজ করতেছেনা।
৪। জ্যাকেট ওয়াটার টেম্পারেচার কমে যাওয়ার কারন কি?
উত্তরঃ
- ওয়াটার হীটার সমস্যা (অটো যদি থাকে)।
- জ্যাকেট ওয়াটার সেন্সর সমস্যা।
- টেম্পারেচার রেগুলেটর সমস্যা।
৫। জ্যাকেট ওয়াটার টেম্পারেচার কমে গেলে যে সমস্যা গুলো হয় ।
উত্তরঃ
- ইঞ্জিন লোড নিতে পারবে না।
- অত্যধিক ভাইব্রেশন করবে।
- প্রয়োজনে লোড ছেড়ে দিবে।
- অয়েল প্রেসার বাড়বে।
৬। রিসিভার টেম্পারেচার বাড়ার কারণ গুলো কি কি?
উত্তরঃ
- রিসিভার সেন্সর সমস্যা হলে।
- রিসিভার সেন্সর এর কানেক্টর সমস্যা হলে
- ইন্টারকুলার সাইডে হিট এক্সচেঞ্জার প্লেট ময়লা হলে।
- ইঞ্জিন অত্যাধিক লোডে চললে।
- ইন্টার কুলার সাইট থ্রি ওয়ে ভালভ ঠিক মত কাজ না করলে।
- কুলিং টাওয়ার সমস্যা হলে।
- Raw Water পাম্প বন্ধ থাকা বা ট্রিপ করলে।
- কুলিং হাউজের পানি বেশি গরম থাকলে।
- ইঞ্জিন রুমের তাপমাত্রা বেশি হলে।
- সাপ্লাই ফ্যান এবং রিট্রান ফ্যান বন্ধ থাকলে ইত্যাদি
৭। সিলিন্ডার টেম্পারেচার কি কি কারণে বাড়ে?
উত্তরঃ
- লুব ওয়েল এর পরিমাণ কম হলে
- কুলিং সিস্টেম ক্রটি
- ইঞ্জিন এ গ্যাস বেশি হলে
- সেন্সর সমস্যা হলে
- ট্যাপেট ক্লিয়ারেন্স ঠিক না হলে
- এগজস্ট ভালভ সমস্যা হলে
- স্পার্ক প্লাগ সমস্যা হলে
- ইগনিশন কয়েল সমস্যা হলে
৮। Winding temperature বাড়ার কারণ কি?
উত্তরঃ
- সেন্সর সমস্যা
- অল্টারনেটরে ময়লা হলে
- ইঞ্জিন রুমে ঠিকঠাকভাবে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে না পারলে। ব্লোয়ার ফ্যানের সমস্যা হলে
- ইন্জিন অতিরিক্ত লোডে চললে,
- অল্টারনেটরে ময়লা জমলে,
- ব্লোয়ার ফ্যান বন্ধ/সমস্যা হলে,
- ইঞ্জিন রুমে অতিরিক্ত গরম থাকলে, ওয়াইন্ডিং টেম্পারেচার বাড়বে।
৯। Cold junction temperature বাড়ার কারণ কি?
উত্তরঃ
- সেন্সর সমস্যা হলে
- ইঞ্জিন রুমের তাপমাত্রা বেড়ে গেলে। যেমন- সাপ্লাই ফ্যান এবং রির্টান ফ্যান বন্ধ থাকলে
১০। Bearinge temperature High কি কি কারণে হয়?
উত্তরঃ
- বিয়ারিং ক্ষয় প্রাপ্ত হয়ে গেলে।
- গ্রিজ করার সময় পরিমাণের চেয়ে বেশি পরিমাণ গ্রিজ প্রয়োগ করলে।
- গ্রিজ শুকিয়ে গেলে৷
- সাপ্লাই ফ্যান (supply Fan ) ট্রিপ করলে বা অফ থাকলে।
- সেন্সর (Sensor) ওয়ারিং নষ্ট হলে।
- সেন্সর (Sensor ) খারাপ হলে বা নষ্ট হলে।
- কানেক্টর নষ্ট হলে
- সেন্সর (Sensor) (কবল নষ্ট হলে।
- হাউজ ক্ষয় প্রাপ্ত হলে,
- গুণগত মানের গ্রিজ ব্যবহার না করলে।
- ঘন ঘন লোড হান্টিং (Hunting)করলে।
নিজে জানুন এবং শেয়ার করে অন্য শেখার সুযোগ করে দিন ধন্যবাদ।।
Tags:
Power Plant Solution
Pdf file dile valo hto
ردحذف