ব্যাটারী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
১.ব্যাটারী কাকে বলে?
উত্তরঃ রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত করে যে ডিভাইসে সংরক্ষণ করা হয় তাকে ব্যাটারী বলে।
২.ব্যাটারী কত প্রকার ও কি কি?
উত্তরঃ ব্যাটারী প্রধানত দুই প্রকার-
- প্রাইমারী ব্যাটারীঃ ডিসচার্জ হয়ে গেলে পুনরায় চার্জ করা যায় না।
- সেকেন্ডারী ব্যাটারীঃ ডিসচার্জ হয়ে গেলে পুনরায় চার্জ করা যায়।
★ আবার সেকেন্ডারী ব্যাটারী দুই প্রকার-
- ড্রাই সেল ব্যাটারী।
- লিকুইড সেল ব্যাটারী।
৩.ইলেকট্রোলাইট কাকে বলে?
উত্তরঃ ডিষ্ট্রিল ওয়াটার এবং সালফিউরিক এসিডের মিশ্রণকে ইলেকট্রোলাইড বলে।
৪.কিসের দ্বারা ব্যাটারীর চার্জ এবং আপেক্ষিক গুরুত্ব মাপা হয়?
উত্তরঃ হাইড্রোমিটার।
৫. কি কারেন্ট দিয়ে এবং কত ভোল্টেজ দিয়ে ব্যাটারী চার্জ করা হয়?
উত্তরঃ ডিসি কারেন্ট দিয়ে, ১২ ভোল্টের ব্যাটারীকে ১২ ভোল্ট দিয়ে এবং ২৪ ভোল্টের ব্যাটারীকে ২৪ ভোল্ট দিয়ে।
৬. ব্যাটারীতে পানি এবং এসিডের পরিমাণ কত?
উত্তরঃ পানি-৬০.৮% ও এসিড-৩৯.২%
৭. ব্যাটারীর পানিতে কি এসিড থাকে?
উত্তরঃ সালফিউরিক এসিড।
৮.ব্যাটারীর কানেকশন কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার-
- সিরিজ কানেকশন
- প্যারালাল কানেকশন।
৯.সিরিজ কানেকশন করিলে কি বাড়ে এবং প্যারালাল কানেকশন করিলে কি বাড়ে?
উত্তরঃ
- সিরিজ কানেকশন করিলে ভোল্টেজ বাড়ে এম্পিয়ার ঠিক থাকবে।
- প্যারালাল কানেকশন করিলে এম্পিয়ার বাড়ম্প, ভোল্টেজ ঠিক থাকবে।
১০.ব্যাটারীর কার্যকরি ক্ষমতা কমিয়া যাওয়ার কারণ কি?
উত্তরঃ প্লেটে লেড সালফেট পড়িলে,চার্জ বিহীন অবস্থায় দীর্ঘ দিন ফেলে রাখলে।
১১. স্টোরেজ ব্যাটারীর কি কি যত্ন নিতে হয়?
উত্তরঃ
- ব্যাটারীতে আলো বাতাস লাগে এমন জায়গায় রাখতে হবে।
- ব্যাটারী পরিপূর্ণ চার্জ দিয়ে রাখতে হবে।
- ইলেকট্রোলাইট এর পরিমাণ ঠিক রাখতে হবে।
- ব্যাটারীকে অপরিবাহী পদার্থের উপর সমান জায়গায় রাখতে হবে।
- ব্যাটারীর এয়ার কক পরিষ্কার রাখতে হবে।
Image: battery |
Tags:
Automobile
Very nice
ReplyDelete