অয়েল প্যান (Oil Pan) :
এটি অয়েল প্যান সাধারণত অয়েল সাম্প (Oil Sump) নামেও পরিচিত। এটি ইঞ্জিনের লুব্রিকেটিং অয়েল ধারণ করে। এই প্যান সাধারণত স্টীল শিটের তৈরী হয়।ক্র্যাঙ্ককেসের নীচে এর অবস্থান। এটি বোল্ট এর সাহায্যে ক্র্যাঙ্ককেসের সাথে যুক্ত থাকে। লুব্রিকেটিং সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ অয়েল প্যানের মধ্যে অবস্থান করে। এই প্যানের নীচের দিকে একটি ড্রেন প্লাগ থাকে। এর সাহায্যে লুব অয়েল (খারাপ হলে) বের করে ফেলা যায়। কোন কোন অয়েল প্যানে চুম্বক থাকে। তেলে কোন লোহা জাতীয় পদার্থ থাকলে তা আকর্ষণ করে এবং ইঞ্জিনকে বিপদমুক্ত রাখে।
Image: Oil Sump |