Radiator এবং Heat exchanger এর মধ্যে পার্থক্য কি

Radiator এবং Heat exchanger এর মধ্যে পার্থক্য কি?

Ans:রেডিয়েটর এবং হিট এক্সচেঞ্জার এর কাজ একই। তাদের দুজনের কাজই হচ্ছে ইঞ্জিনে ব্যবহারিত গরম পানি কে ঠান্ডা করে ব্যবহারের উপযোগী করে পুনরায় ইঞ্জিনে প্রেরন করা।

রেডিয়েটরঃ এই পদ্ধতিতে গরম পানিকে সরাসরি কুলিং ফ্যানের বাতাসের সাহায্যে ঠান্ডা করে ইঞ্জিনে প্রেরন করে।


হিট এক্সচেঞ্জারঃ এই পদ্ধতিতে ইঞ্জিনে গরম পানি + কুলিং টাওয়ার থেকে ঠান্ডা পানি এসে হিট এক্সচেঞ্জারে পাশাপাশি অবস্থান করে তাপ বিনিময় করে। ফলে ইঞ্জিনের গরম পানি কিছু ঠান্ডা হয়ে পুনরায় ইঞ্জিনে ফিরে আসে।

হিট এক্সেঞ্জার
Image: Heat exchanger


রেডিয়েটর
Image: Radiator




إرسال تعليق

أحدث أقدم