Receiver টেম্পোরেচার কি কি কারণে বাড়ে ও টেম্পোরেচার বাড়লে করণীয় কি?
উত্তরঃ Receiver Temperature বাড়লে করণীয় সমূহঃ
- হিট এক্সচেঞ্জার প্লেটে ময়লা হলে
- অতিরিক্ত লোড হলে
- Supply fan & return fan বন্ধ থাকলে
- কুলিং হাউজের পানি বেশি গরম থাকলে
- কুলিং পাম্পের সমস্যা হলে এবং সেন্সর এর কানেক্টর ক্যাবল সমস্যা হইলে
- সেন্সর সমস্যা হইলে
- Raw water pump সমস্যা থাকলে
- 3 way valve এর সমস্যা হলে
- ইঞ্জিন রুমের টেম্পারেচার বেশি হলে ইত্যাদি।
এই সব কারণে বাড়ে এবং এর করণীয় হলো এই সব কারণ চেক করে সমস্যা সমাধান করা।
Tags:
MWM Generator