লুব অয়েল ও কুলেন্ট ব্যবহারের উদ্দেশ্য
লুব ওয়েলঃ
- লুবরিকেশন
- কুলিং
- ক্লিনিং
- নয়েজ রিডাক্সিং
কুলেন্টঃ
- এন্টি বয়েল
- এন্টি ফ্রিজিং
- এন্টি রাস্ট
লুব অয়েল এর কাজঃ
অয়েল সাম হতে ইঞ্জিন এর মুভিং বা ঘুর্ণায়মান পাটস সমুহে অয়েল দেওয়া বা প্রবাহিত করাই হলো লুবরিকেশন। এই কাজ করার জন্য ইঞ্জিনে অয়েল পাম্প থাকে।
লুবরিকেশনের সময় ইঞ্জিন এর পাটস হতে তাপ অ্যাবজরব্ এর মাধ্যমে তাপ গ্রহণ করে অয়েল তাপে পরিণত হয় এবং তা অয়েল কুলারের মাধ্যমে ঠান্ডা হয়ে অয়েল সামে জমা হয়।
তাছাড়াও লুবরিকেশনের ফলে ইঞ্জিন হতে অনাকাঙ্ক্ষিত ময়লা ধুয়ে অয়েলের সাথে এসে অয়েল সামে জমা হয়। অয়েল সামে ক্লিনার/স্টেইনার থাকার কারনে এই ময়লা আর ইঞ্জিনে যেতে পারে না।
Image:Lub oil |
কুলেন্ট এর কাজঃ
পানি এবং ইথাইল-গ্লাইকন এর মিশ্রণ কে কুলেন্ট বলে।
পানির বয়েলিং টেম্পারেচার ১০০° সেঃ থাকার করণে ইঞ্জিন শিতলীকরনের জন্য শুধু পানি ব্যবহার করা হলে তা সজেই বাষ্পে পরিনত হবে যাবে, তাই পানির সাথে কুলেন্ট ব্যাবহার করা হয়।
পানি+কুলেন্ট এর বয়েলিং টেম্পারেচার ১২৯° সেঃ
এই কারণেই ইঞ্জিনের টেম্পারেচার বেড়ে গেলেও পানি সহজে বাষ্পে পরিনত হয় না।
তাছাড়া শীত প্রধান দেশে ইঞ্জিন দির্ঘ সময় বন্ধ থকলে, পানির ফ্রিজিং টেম্পারেচার ০° সেঃ হওয়ার কারণে ইঞ্জিনের পানি জমে যাবে, অপরদিকে কুলেন্ট এর ফ্রিজিং টেম্পারেচার -৩৮° সেঃ হওয়ার কারণে প্রচন্ড শীতের মধ্যেও ইঞ্জিনের পানি জমে যায় না।
আমরা জানি অইরন পানির সাথে বিক্রিয়া করে মরিচার সৃষ্টি করে কিন্তু কুলেন্ট এন্টি রাস্ট হওয়ায় সেটা হতে দেয়না।
Image: Coolant |
ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিকটা জানানোর চেষ্টা করবেন।