ক্র্যাংশ্যাফট ও ক্যাম শ্যাফটের কাজ কি?
ক্র্যাংশ্যাফট এর কাজঃ
- পিস্টনের গতিকে ঘুর্নায়মান গতিতে রুপান্তর করে
- ফ্লাইহুইল কে পরিচালনা করে
- ক্র্যাংশ্যাফট ইঞ্জিনের ৪ টি স্ট্রোক কে সম্পুর্ন করে
- অলস স্ট্রোক কে পরিচালনা করে।
- লুব ওয়েল কে ঘুর্নায়মান ভাবে ছিটানো প্রক্রিয়ায় কাজ করে।
- ইঞ্জিনের ইনপুট পাওয়া যায় এর মাধ্যমে ইত্যাদি।
ছবিঃ ক্র্যাংশ্যাফট |
ক্যাম শ্যাফটের কাজ কি?
উত্তরঃ ক্যাম শ্যাফটের কাজ হলোঃ
- ইনলেট ও এগজষ্ট ভালভ নির্দিষ্ট সময়ে খোলা ও বন্ধ করা।
- লুব অয়েল পাম্প পরিচালনা করা।
- ডিস্ট্রিবিউটার ও এসি পাম্প পরিচালনা করা।
- ইগনিশন টাইমিং সঠিক রাখা।
ছবিঃ ক্যাম শ্যাফট |
Like
ReplyDelete