ফ্লাই হুইল এর কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা

ফ্লাই হুইল কাকে বলে? ইঞ্জিন ফ্লাই হুইলের কাজ কী? ফ্লাই হুইল কি মেটালের তৈরি?

ফ্লাই হুইল এর কাজ কি ?

উত্তর: ফ্লাই হুইল ইঞ্জিনের অলস স্টোক কে সম্পূর্ণ করার জন্য গতি জড়তায় কাজ করে। ফ্লাই হুইল ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফ্লাই হুইল ঢালাই কাস্ট আয়রন লােহার তৈরি। একটি ভারী চাকতি বিশেষ তাকেই ফ্লাই হুইল বলে। যা ক্র্যাঙ্কশ্যাফটের পেছনের প্রান্তে সংযুক্ত থাকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের সাথে ঘুরে। 

ফ্লাই হুইল এর কাজ হলোঃ

  1. ফ্লাই হুইল ইঞ্জিনের পাওয়ার স্ট্রোক হতে শক্তি সঞ্চয় করে রাখে এবং ইনার্শিয়া সহ ওই শক্তি দিয়ে অন্যান্য স্ট্রোক গুলো পরিচালনা করে।
  2. এটা ইঞ্জিনের গতির বৃদ্ধি করে এবং ইঞ্জিনকে সুষম গতিতে পরিচালনা করে।
  3. ফ্লাই হুইলের মাধ্যমে ইঞ্জিনের শক্তি প্রয়োজনীয় কাজে স্থানান্তর করা হয়।
  4. ফ্লাই হুইলকে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে অনেকগুলো বোল্ট দিয়ে যুক্ত করা হয় কারণ এর মধ্যে অনেক প্রেসার পরে।
  5. সিলিন্ডারে একবার পাওয়া উৎপন্ন হলে ফ্লাই হুইল আড়াই বার ঘূর্ণনের শক্তি রাখে।
  6. ফ্লাই হুইল ইঞ্জিনের কম্পন প্রতিরোধ করে।
  7. ফ্লাই হুইল ইঞ্জিন স্টার্ট হতে সাহায্য করে।
  8. ফ্লাই হুইল পিস্টনের উঠানামা শক্তিকে ঘুর্নয়ন শক্তিতে বাহির করে।
  9. ফ্লাই হুইলের সহজে স্টার্টিং মোটর স্থাপন করা যায়।
  10. ফ্লাই হইলে খব সহজেই ক্লাচ সিস্টেম স্থাপন কর যায়।
ফ্লাইহুইল
ছবিঃ ফ্লাইহুইল


إرسال تعليق

أحدث أقدم