জেনেরেটর অপারেটিং পদ্ধতিঃ
জেনেরেটর চালানোর সময় নিম্মলিখিত নিয়মাবলী মেনে চলতে হবে
- জেনেরেটর মেইন সুইচ অন করতে হবে।
- Natural গ্যাস এর প্রেসার চেক করতে হবে।
- এয়ার ফিল্টার, লুবরিকেন্ট লেভেল, ফুয়েল বাল্ব এবং এন্টি-ফ্রিজ লেভেল ঠিক আছে কিনা দেখে নিতে হবে।
- এয়ার লাইনের কোন প্রকার ছিদ্র বা লিকেজ আছে কিনা তা দেখে নিতে হবে।
- ব্যাটারির সাথে ক্যাবেল কানেকশন ঠিক আছে কিনা চেক করতে হবে।
- ফুয়েল ওয়েলের তাপমাত্রা নির্দিস্ট পরিমান উঠাতে হবে।
- ভোল্টেজ নির্দিষ্ট পরিমান উঠাতে হবে।
- প্রিহিটার সেট করতে হবে কিনা তা ভালভাবে বিশ্লেষন করতে হবে।
- প্রথমেই বেশি স্পিডে জেনেরেটর চালানো যাবে না।
- কন্ট্রোল পেনেল বোর্ড অবশ্যই পরিস্কার রাখতে হবে।
বিঃদ্রঃ -অবশ্যই প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, অগ্নি নির্বাপক যন্ত্র, এয়ার প্লাগ এবং বালির কন্টেইনার রাখতে হবে।
Tags:
Power Plant Solution