সিনক্রোনাইজিং কী ও সিনক্রোনাইজিং কেন করা হয়

 ১। সিনক্রোনাইজিং কী?

উত্তরঃ দুই বা ততোধিক এসি জেনারেটর বা অল্টারনেটর কে নিদিষ্ট কিছু শর্ত মেনে প্যারালাল অপারেশন করার পদ্ধতি কে সিনক্রোনাইজিং বলে।


২। সিনক্রোনাইজিং কেন করা হয়?

উত্তরঃ সিনক্রোনাইজিং  ব্যবহার করার কারনঃ 

  1. ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি
  2. সার্বক্ষণিক চালু রাখা।
  3. মেরামত ও ওভারহোলিং
  4. ভবিষ্যত বর্ধিত লোড বহন।

সিনক্রোনাইজিং এর সুবিধাঃ

  1. পার ইউনিট খরচ কম
  2. ইফিসিয়েন্সি বেশি
  3. ভবিষ্যৎ এ লোড বৃদ্ধিতে অতিরিক্ত ইউনিট ব্যবহার এর সুযোগ


৩। সিনক্রোনাইজিং এর শর্তগুলো কী কী?

উত্তরঃ সিনক্রোনাইজিং এর শর্ত সমূহঃ

  1. প্রতিটি জেনারেটর / বাসবার ভোল্টেজ সমান হতে হবে।
  2. প্রতিটি জেনারেটর / ফ্রিকোয়েন্সি সমান হতে হবে।
  3. প্রতিটি জেনারেটরের ফেজ সিকুয়েন্স এক থাকতে হবে। 
  4. সিনক্রোনাইজিং এর সময় বাসবার ও জেনারেটর এর ভোল্টেজ ইনফেজ অফ পজিশনে থাকবে যাতে সার্কুলেটিং কারেন্ট না থাকে।

সিনক্রোনাইজিং
ছবিঃ সিনক্রোনাইজিং


Post a Comment

Previous Post Next Post