সাব-স্টেশন লোড ক্যালকুলেশন করার নিয়ম

সাব-স্টেশন ক্যালকুলেশন 

লোড ক্যালকুলেশনঃ

আমরা একটি লোড ধরে নিলাম = 624.368 KW

= 624.368/0.8 

= 780.46 KVA 


সাব-স্টেশন ক্যালকুলেশন করতে ৪ টি ধাপ অনুসরন করতে হবে

  1. Transformer Selection
  2. LT Switchgear Selection
  3. HT Switchgear Selection
  4. PFI Panel Selection

Transformer Selection: 

এখানে আমাদের যত KVA লোড তার কাছাকাছি 3 Phase Transformer Selection করতে হবে।

এখানে আমাদের লোড = 780.46 KVA 

বাজারে সাধারনত নিম্ন মানের KVA Transformer পাওয়া যায়। যেমনঃ

100 kVA, 200 KVA, 250 KVA, 315 KVA,400 KVA, 500 KVA, 630 KVA,750 KVA,800 KVA,1000 KVA, 1250 KVA.

সুতরাং আমাদের 800 KVA Transformer লাগবে।

LT Switchgear Selection:

Transformer Capacity কে 1.4 (approx.) গুন দ্বারা করলে LT Switchgear এর capacity পাওয়া যায়।

সুতরাং 800 KVA Transformer এর জন্য LT Switchgear লাগবে 

= 800 x 1.4 = 1120 A


HT Switchgear Selection :

HT Switchgear Capacity Selection বলতে এখানে মুলত Breaker Selection কে বুঝায়। Transformer 630 KVA এর নিচে হলে LBS আর Transformer 630 KVA বা তার বেশি হলে (VCB- Vacuum Circuit Breaker) ব্যবহার করতে হবে।

সুতরাং এখানে 800 KVA Transformer এর জন্য (VCB- Vacuum Circuit Breaker) ব্যবহার করতে হবে।

PFI Panel Selection:

Transformer Capacity কে 0.6 (sine thita) দ্বারা গুন করলে PFI Panel এর capacity পাওয়া যায়। সুতরাং 800 KVA এর জন্য PFI Panel হবে

= 800 x 0.6=480 KVAR.

সাব-স্টেশন লোড ক্যালকুলেশন

সাব-স্টেশন লোড


1 Comments

  1. নিউট্রালের ভোল্ট কতো জানাবেন দয়া করে আমি নজরুল ইসলাম বাংলাদেশ থেকে বলছি

    ReplyDelete
Previous Post Next Post