ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর জন্য বেসিক গুরুত্বপূর্ণ ইন্টারভিউ প্রশ্নোত্তর

বাসা বাড়িতে কোন ধরনের ওয়্যারিং করা হয়?

উত্তরঃ কনসিল্ড ওয়্যারিং


সিলিং ফ্যান বা টেবিল ফ্যান কোন ধরনের মটর?

উত্তরঃ ইন্ডাকশন মটর।

MCB/MCCB /MC এর ফুল মিনিং কি?

উত্তরঃ 

MCB =Miniyeture circuit breaker,

MCCB=Molded case circuite breaker.

MC=Magmatic Conductor


সিলিং ফ্যান কত নম্বর তার দিয়ে ওয়্যান্ডিং করা হয়?

উত্তরঃ ৩৪/৩৬ নং


সিলিং ফ্যানের স্টার্টিং ও রানিং কয়েল কোনটি?

উত্তরঃ ভিতরের কয়েল ষ্টার্টিং বাইরের কয়েল রানিং।

ক্যাপাসিটর এর কাজ কি?

উত্তরঃ ফ্যানের ষ্টার্টিং টর্ক বাড়িয়ে ফ্যান চালু করে দেয়া।


থ্রী ফেজ লাইনে কত ভোল্ট থাকে? 

উত্তরঃ ৪৪০ভোল্ট।


১ কিলোওয়াট সমান কত ওয়াট?

উত্তরঃ ১০০০ ওয়াট।


আর্থ রেজিস্ট্যান্স মাপার যন্ত্রের নাম কি?

উত্তরঃ মেগার।


বাসবারের সাইজ কিসের উপর নির্ভর করে?

উত্তরঃ অ্যাম্পিয়ারের উপর নির্ভর করে সাইজ নির্ধারন করা হয়।

মোটরের কয়েল ওয়্যান্ডিং করার তার এর নাম কি?

উত্তরঃ সুপার এনামেল কপার তার।


মোটরে কি কি অংশ থাকে?

উত্তরঃ কম্যুটেটর,শ্যাফট,আর্মেচার, কয়েল ইত্যাদি।


হর্স পাওয়ার সমান কত ওয়াট?

উত্তরঃ ৭৪৬ ওয়াট।


১ টন এসির জন্য কত আর এম তার ব্যবহার করা হয়?

উত্তরঃ টু আরএম তার (১টন=৩৫১৬ ওয়াট)।


গাই ইন্সুলেটর কোথায় ব্যবহারহ হয়?

উত্তরঃ বৈদ্যুতিক খুটির টানার সাথে।

জয়েন্ট কেনো করা হয়?

উত্তরঃ তার ছিড়ে গেলে এবং তারের দৈর্ঘ বৃদ্ধির জন্য।


জেনারেটর চালু করতে কত ভোল্ট ব্যাটারি দরকার?

উত্তরঃ ২৪ ভোল্ট।


ট্রান্সফরমারে ব্যবহৃত তেলের নাম কি?

উত্তরঃ পাইরানল অয়েল এবং সিলিকোন নামে তেলও ব্যবহৃত হয়।


ট্রান্সফরমারে সিলিকাজেল কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ কয়েল এর ভিতর আদ্রতা জলীয় বাস্প শোষনের জন্য


CT & PT কি?

উত্তরঃ 

Current Transformer,

Potential Transformer.

CT: সিটি সিরিজে সংযোগ করতে হয়, সিটি দিয়ে কারেন্ট পরিমাপ করা হয়।

PT: পিটি প্যারালালে সংযুক্ত করা হয়, পিটি দিয়ে ভোল্টেজ পরিমাপ করা হয়।


BBT কি?

উত্তরঃ Bus Bar Trunking system.বিদ্যুৎ বিতরন ব্যবস্থা।


টিউব লাইটের চোক কয়েল বা ব্যালাস্ট এর কাজ কি?

উত্তরঃ টিউব লাইট জ্বালাতে চোখ কয়েল ব্যবহার করা হয়।চোখ কয়েলের মাধ্যমে কারেন্ট নিয়ন্ত্রন করে ভোল্টেজ ঠিক রাখা হয়।এটিকে লাইটের সাথে সিরিজে সংযুক্ত করা হয়।


আর্থিং কেনো করা হয়?

উত্তরঃ সার্কিটে লিকেজ কারেন্ট যাতে কোনো দূর্ঘটনা ঘটাতে না পারে এবং মেশিন বা যন্ত্রপাতি রক্ষা করার জন্য আর্থিং করা হয়।লিকেজ কারেন্ট আর্থিং এর মাধ্যমে মাটিতে পৌছে মানুষ এবং ইলেক্ট্রিক যন্ত্রপাতি রক্ষা করে।


Electrical job interview



إرسال تعليق

أحدث أقدم