জেনারেটর সেকশনের ইন্টারভিউ প্রশ্নোত্তর

জেনারেটর সেকশনে জব এর জন্য ইন্টারভিউ প্রশ্নোত্তর 

১। কোন মডেলের ইঞ্জিনের কাজ করেন?

  example সরূপ: G3516A


২। আন্ডার ফ্রিকোয়েন্সি কি? 

উত্তরঃ আন্ডার ফ্রিকোয়েন্সি হলো কোন ডিভাইসের নির্দিষ্ট রেঞ্জের নিচের যখন ফ্রিকোয়েন্সি অবস্থান করে তখন তাকে আন্ডার ফ্রিকোয়েন্সি বলে। example: 50hz device but 45 hz it is under frequency.


৩।  জি- ৩৫১৬ পুর্নরুপ কি? 

উত্তরঃ G- Generator, 35 serial নম্বর , 16 cylinder নম্বর।


৪। আন্ডার ভোল্টেজ কেন হয়?

উত্তরঃ ইঞ্জিন রানিং দেওয়ার সময় ব্যাটারি ভোল্ট যদি ১৯ এর নিচে অবস্থান করে তাহলে under voltage আসবে।


৫। ইঞ্জিনের ডেম্পার কোনটিকে বলা হয়?

 Engine front side এ crankshaft এর সাথে যে wheel ব্যবহার করা হয় সেটাকে engine ডেম্পার বলা হয়। এটি ইঞ্জিনের ঝাকুনি রোধ করে।


৬। ১০টি সেন্সরের নাম বলেন?

  1. water temperature sensor,
  2. water pressure sensor, 
  3. lube temperature sensor, 
  4. pick up sensor  
  5. intake manifold sensor 
  6. exhaust manifold sensor , 
  7. oil pressure sensor, 
  8. pt 100 sensor, 
  9. cylinder temperature sensor, 
  10. knock sensor, 
  11. lub oli level sensor. Etc


৭। হিট এক্সচেঞ্জারের কার্যপক্রিয়া বলুন?

উত্তরঃ হিট এক্সচেঞ্জারের কার্যপ্রক্রিয়া হলো ইঞ্জিনের গরম পানিকে তাপ বিনিময়ের মাধ্যমে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা।


৮। আপনাদের প্লান্টে সিলিন্ডার টেম্পারেচার কত থাকে?  

উত্তরঃ 600 up example waukesha ( ইঞ্জিন ভেদে প্লান্টে বিভিন্ন হতে পারে)


৯। আপনার দেখা কয়েকটি ফল্ট কোড বলুন?  

উত্তরঃ 

  1. recever temperature fault
  2. combustion chamber A/B
  3. critical fault
  4. crankcase pressure high fault 
  5. jacket water inlet outlet high fault etc.

১০। কোন গ্রেডের মবিল ব্যবহার হয়?

উত্তরঃ SAE 40 pagasus 1005 


১১।  ইঞ্জিন রানিং না হলে কি কি পদ্বতিতে চেস্টা করবেন?  

উত্তরঃ 

  1. Battery volt check, 
  2.  Gas pressure check, 
  3.  starting motor check, 
  4.  Air filter running hour check 



১২। গ্যাস প্রেসার কত দরকার ইঞ্জিনের?

উত্তরঃ সাধারণত গ্যাস প্রেসার 2.5 PSI হলে ইঞ্জিন ফুল লোডে চালানো যাবে। তবে গ্যাস প্রেসার বেশি হলে ইঞ্জিনের লোডের জন্য ভালো।


generator interview solution
Image: generator interview solution




1 تعليقات

أحدث أقدم