মোটর বা ইলেক্ট্রিক্যাল ডিভাইসের গায়ে IP লেখা থাকে এর মানে কি

মোটর বা ইলেক্ট্রিক্যালের ডিভাইসের গায়ে IP লেখা থাকে এর মানে কি?

উত্তরঃ IP এর পূর্ণ নাম হল Ingress Protection । এর মানে কোন ডিভাইসের ভিতর, বাহিরে থেকে কত সাইজের যে কোন কিছু ঢুকতে বাধা দিবে। আইপি এর মান যত বেশি হবে তত প্রোটেকশন বাড়বে। কম হলে প্রোটেকশন ক্ষমতা কম হবে। এর তিনটি মান থাকে কিন্তু বেশির ক্ষেত্রে দুটো ব্যবহার হয়।


প্রথম ডিজিট কঠিন পদার্থকে প্রোটেকশন এর রেটিং প্রকাশ করে। এর মান ০ থেকে ৬ পর্যন্ত হয়।

দ্বিতীয় ডিজিট তরল পদার্থকে প্রোটেকশন এর রেটিংকে প্রকাশ করে। এর মান ০ থেকে ৮ পর্যন্ত হয়

তৃতীয় ডিজিট মেকানিকেল আঘাত এর প্রোটেকশন রেটিংকে প্রকাশ করে। এর মান ০ থেকে ৯ পর্যন্ত হ্য। তবে এর ব্যবহার বেশি হয় না বেশি ভাগ ক্ষেত্রে কঠিন এবং তরল এই দুইটি ব্যবহার হয়।

আইপি এর বিভিন্ন মান গুলো জানা দরকার।

উত্তরঃ প্রথম ডিজিট কঠিন পদার্থের প্রটেকশনকে বুজায়। এর মান গুলো দেওয়া হলঃ

  • ০ মানে কোন প্রোটেকশন নেই।
  • ১ মানে কোন পদার্থের সাইজ ৫০ mm এর বেশি হলে বাহিরে থেকে ভিতরে ঢুকতে পারবে না এমন ভাবেই তাকে তৈরি করা হয়।
  • 2 মানে কোন পদার্থের কনার সাইজ ১২.৫ mm এর বেশি হলে বাহিরে থেকে ভিতরে ঢুকতে পারবে না।
  • ৩ মানে কোন পদার্থের কনার সাইজ ২.৫ mm এর বেশি হলে বাহিরে থেকে ভিতরে ঢুকতে পারবে না। 
  • ৪ মানে ১ mm এর উপরের সাইজকে প্রোটেকশন করে। 
  • ৫ মানে দুলা বালিকে প্রটেক্ট করে । তবে সম্পূর্ণ প্রটেক্ট করে না।
  • ৬ মানে ধুলা বালি বা dust কে সম্পূর্ণরূপে প্রটেক্ট করে।

দ্বিতীয় ডিজিট তরল পদার্থকে প্রোটেকশন রেটিং প্রকাশ করে।

  • ০ মানে কোন তরল কে প্রটেক্ট করে না।
  • ১ মানে উপর থেকে সরাসরি খাড়া ভাবে পানি পড়ে কোন দিভাইস এর উপর তাহলে ভিতরে ঢুকবে না। 
  • ২ মানে উপর থেকে পানি ১৫ ডিগ্রি কোনে পড়লে তাকে প্রটেক্ট করবে।
  • ৩ বলতে বুজায় পানি বা তরল কে ৬০ ডিগ্রিতে স্প্রে করলেও প্রটেক্ট করবে।
  • ৪ হলে যে কোন দিক থেকে পানি স্প্রে করলে ও ভিতরে ঢুকবে না।
  • ৫ হলে ওয়াটার জেট অর্থাৎ ৬.৩ mm পাইপ দিয়া পানি দিলেও ভিতরে ঢুকবে না।
  • ৬ হলে ১.৫ mm nozzle দিয়া পানি দিলে প্রটেক্ট করবে।
  • ৭ হলে ১ মিটার পানির নিচে নিমজ্জিত করলে সম্পূর্ণ আংশিক প্রটেক্ট করতে পারে।
  • ৮ হলে ১ মিটার পানির নিচে রাখলে পানি ভিতরে ঢুকবে না সম্পূর্ণ প্রটেক্ট করবে। এটা সবর্মাসিবল মোটর এর জন্য ব্যবহার হয়।

IP এর মান ৬৫ হলে কি বুজবো? 

উত্তরঃ আইপি এর মান ৬৮ হল সব চেয়ে বেশি। প্রথম ডিজিট হল কঠিন পদার্থের প্রোটেকশনকে বুজায়। এটা কঠিন পদার্থের সব চেয়ে বেশি মান। ধুলাবালি সহ প্রটেক্ট করে থাকে। ৮ হল তরল পদার্থ প্রটেকশনের শেষ মান।এর মানে পানিতে নিমজ্জিত করলেও কোন পানি ভিতরে ঢুকবে না।



motor ip
Image: Motor IP





Post a Comment

Previous Post Next Post