একচুয়েটর কী? একচুয়েটর এর কাজ কি?
উত্তর: একচুয়েটর এমন এক ধরনের মোটর, যা স্বয়ংক্রিয় ভাবে ঘুরানো ও যান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ করা যায়। আপনি এখন এটাকে দিয়ে আপনার ইচ্ছামত যে কোনো কিছু পরিচালনা করাতে পারবেন প্রয়োজন অনুযায়ী। তবে এটি বিশেষ করে রোবট এবং থ্রোটল ভালব পরিচালনার কাজে ব্যবহার করা হয়। এর কারণ এটির বড় সুবিধা হল এটি ৯০°বেশি ঘুরতে পারে না। একচুয়াটর কে এক্সেলেটর মোটর ও বলা যেতে পারে।
এবার আসা যাক থ্রোটল ভাল্ব কি?
উত্তর: থ্রোটল এর অর্থ বাষ্প রোধক কপাট বা দরজা।এটি মূলত একটি বাটার ফ্লাই ভাল্ব। ক্ষেত্র অনুযায়ী নাম পরিবর্তন করা হয়েছে। এটি ও 90 ডিগ্রির বেশি ঘুরানোর দরকার পড়ে না। এখন আসা যাক এটা ইঞ্জিনে কিভাবে কাজ করে। এটি ইঞ্জিনের মোট লোডের সাথে 90°তে ভাগ করে দেয়া হয়। ফলে লোডের উপর নির্ভর করে কত ডিগ্রী কোণে খুলতে হবে তা নির্ধারণ করে একচুয়াটর। তাই একচুয়াটর এর সাথে থ্রটল ভালব লাগানো থাকে তা ওই পরিমাণ খুলে। ফলে নির্দিষ্ট পরিমাণ এয়ার ফুয়েল মিকশ্চার সিলিন্ডারে প্রবেশ করে।
এবার আসা যাক এর কয়েকটি সুবিধা কি কি?
- এটি মূলত অটো সার্কিট এর মাধ্যমে পরিচালিত হয় তাই কোন ঝামেলা নেই।
- এটি দ্রুত অন অফ হতে পারে।
- এর ভেতরে তেমন সরঞ্জামাদি নেই ফলে এর গঠন সহজ।
- জ্বালানি অপচয় রোধ করে। অর্থাৎ লোড অনুযায়ী জ্বালানি মিকচার সরবরাহ করে।
- এটি 90° তে পুরোপুরি খুলে যায়।
ছবিঃ থ্রোটল ভালব |