MWM Generator TCG2020V16K interview প্রশ্নোত্তর

MWM GENERATOR TCG 2020V16K ইঞ্জিনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আপনাদের মাঝে শেয়ার করা হলো যা অনেক উপকারের আসবে


1. Surge Tank ব্যবহার না করে Vessel Tank ব্যবহার কেন করা হয় বা এক্ষেত্রে সুবিধা কি? দুটি vessel Tank এর Water Capacity কত?

উত্তরঃ Surge tank বা expansion vessel এর কাজ একই। ইঞ্জিন চালু হলে কুলিং লাইন এর পানির টেম্পারেচার যখন বাড়ে উক্ত লাইনের প্রেসার বারে। ফলে আয়তন বাড়তে থাকে তখন এক্সপ্যানশন ট্যাংক এর ড্রায়াফার্ম উপরে উঠে volume ঠিক রাখে।

সুবিধা:

  1. ওয়াটার হামারিং ইফেক্ট কমায়
  2. প্রবাহমান উচ্চ পানির চাপকে প্রতিহত করে থাকে
  3. এর ওয়াটার ক্যাপাসিটি ৫-৭ bar হয়ে থাকে।



2.Turbo Bypass এর কাজ কি?

উত্তরঃ Turbo bypass হলো aftercooler/ intercooler এর পরে throttle valve or actuator এর আগে ও mixture cone এর মধ্যে সংযোগ স্থাপন করি ভালভ। ইঞ্জিন running অবস্থায় ইঞ্জিনের চাহিদা বেশি হওয়ায় air fuel mixture এই বাইপাস হয়ে পুনরায় mixture cone ফেরত আসে। এটা actuator speed controller এর ইঞ্জিনে rpm এর উপর নির্ভর করে valve কম বেশি খোলা ও বন্ধ হয়।


3. Compression Test কি এবং কেন করা হয়?

 উত্তরঃ কম্প্রেশন টেস্টঃ ইঞ্জিনের কর্মদক্ষতা ঠিক আছে কি না তা যাচাই করার জন্য যে টেষ্ট করা হয় তাকে কম্প্রেশন টেষ্ট বলে। ইঞ্জিনের কর্মদক্ষতা যাচাই করার জন্য এ টেস্ট করা হয়।


4. Stepper Motor এর কি কাজ এবং ব্যবহারের সুবিধা কি?

উত্তরঃ এয়ার ও ফুয়েল এর মিক্সার সঠিক ভাবে তৈরি করা স্টেপার মটরের কাজ।

ব্যবহারের সুবিধাঃ

এয়ার ফুয়েল এর মিক্সার সঠিক ভাবে তৈরি করা হয় যাতে সিলিন্ডারে সম্পূর্ণ জ্বালানির দহন ঘটে।


5.Gas Mixer Value দিয়ে আসলে কি বুঝানাে হয়েছে?

উত্তরঃ গ্যাস মিক্সার ভেলু দিয়ে এয়ার ফিল্টারের কার্যক্ষমতা বুঝা যায়।

যেমন – এটি দ্বারা ইঞ্জিনে সরবরাহকৃত গ্যাসের পরিমানকে বোঝায়। লোড অনুযায়ী ইঞ্জিন সিলিন্ডারের গড় তাপমাত্রা সেট ভ্যালুর সাদৃশ্য রাখার জন্যে এটি পরিবর্তন হয়। এই সিরিজে মোট ৪০০০ স্টেপ পর্যন্ত গ্যাস ভালব(মিক্সার ইউনিট ভালব) খোলে। তবে স্টার্টিংয়ের সময় ইঞ্জিনের গ্যাসের পরিমান বেশি প্রয়োজন থাকার কারনে সাধারণত ৭৫০-৮৫০ স্টেপ সেট করা থাকে(স্টার্ট পজিশন)। যদি স্টার্টিং সেট স্টেপ ৭৫০ হয় তাহলে স্টপ পজিশন হবে -৭৫০ স্টেপ এবং স্টার্ট পজিশন হবে ০ স্টেপ(জিরো স্টেপ)। একটি কথা মনে রাখা ভালো যে গ্যাস স্টেপ পজিটিভ দিকে বাড়তে থাকা মানে ইঞ্জিনে গ্যাসের পরিমান বেড়ে যাওয়া তার মানে মিক্সার ইউনিটে গ্যাস ভালব বেশি খোলা।

6.Ignition Module হতে Ignition Coil এ যে Voltage প্রদান করা হয়ে থাকে সেটা কত Voltage এবং তা Ac না Dc Voltage?

উত্তরঃ 24 ভোল্ট এবং তা ডিসি ভোল্ট।


7.Oil Change কখন আর কিভাবে করতে হয়?

উত্তরঃ অয়েল চেঞ্জ করা হয় 1500 ঘন্টা পর পর করা হয়।


অয়েল চেঞ্জ পরিবর্তনের ধাপঃ

  1. প্রথমে ইঞ্জিনকে অটো মুড থেকে মেনুয়াল মুডে রাখতে হবে।
  2. Service Manu থেকে Genset Manu তে যেতে হবে
  3. এরপর Pump Start এ ক্লিক করতে হবে
  4. Oil Pump Out এ ক্লিক করতে হবে
  5. Oil Pump Empty তে ক্লিক করতে হবে তাহলে অয়েল বের হওয়া শুরু হবে।

আবার অয়েল রিফিল করার জন্যঃ

  1. refill থেকে pre lubrication এ ক্লিক করে হবে pre lubrication শেষ হলে
  2. এরপর Quit oil change এ ক্লিক করতে হবে।
  3. এর পর ইঞ্জিন auto mode এ রাখতে হবে।

8. Water Line এর 3 Way Valve কিভাবে কাজ করে?

উত্তরঃ অপারেটিং তাপমাত্রায় ইঞ্জিনকে পরিচালনা করার জন্য ওয়াটার লাইনে থ্রি ওয়ে ভাল্ব ব্যবহার করা হয়। ইঞ্জিনের টেম্পারেচার যখন অপারেটিং তাপমাত্রার এর তুলনায় বেশি হয় তখন থ্রি ওয়ে ভাল খুলে যায় এবং ইঞ্জিন টেম্পারেচার ঠিক রাখে।

9. ০৫টি Alarm বলুন যা আপনি Solve করেছেন?

উত্তরঃ

  1. jacket water inlate temperature
  2. jacket water outlate temperature
  3. oil temperature high
  4. recever temperature high
  5. DZR error code


10. Valve Bridge Gap কত?

উত্তরঃ mwm ইঞ্জিনে valve bridge gap .05 mm.


11. Flywheel এ Timing Position কতটি ছিল ও কি কি বলেন?

উত্তর:

12.Tem Evo Panel এ যে সব Module আছে নাম ও কাজ কি?

উত্তরঃ TEM panel module card:

  1. CPU card : central processing unit
  2. AKR card : anti Knock govornor card
  3. Analog input card
  4. I/o card : digital input output card
  5. Servo card
  6. Stepper motor card
  7. Power supply card


13. lgnition Module এ কে Voltage প্রদান করে? কত Voltage?

উত্তরঃ PLC এবং 24 ভোল্ট ডিসি।


mwm জেনারেটর ইন্টারভিউ প্রশ্নোত্তর


Post a Comment

Previous Post Next Post