পাওয়ার প্লান্ট জবের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্নঃ একটি আধুনিক এ, সি পাওয়ার সিস্টেমের উপাদানগুলির নাম কি কি?

উত্তরঃ এসি ব্যবস্থায় ট্রান্সমিশন তিন ফেজে তিন তার এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেএে তিন ফেজ চার তার ব্যবস্থা সাধরণত ব্যবহৃত হয় । একটি আধুনিক এসি পাওয়ার সিস্টেমের উপাদান সমুহ সাধারণত নিম্নরূপ হয়ে থাকেঃ-

  1.  উৎপাদন কেন্দ্র ।
  2. স্টেপ আপ কেন্দ্র ।
  3. ট্রান্সমিশন লাইন।
  4. সুইচিং ষ্টেশন।
  5. স্টেপ ডাউন উপকেন্দ্র ।
  6. প্রাইমারী ডিষ্ট্রিবিউশন লাইন বা নেটওয়াক্।
  7. সার্ভিস ট্রান্সফরমার বা বিতরণ ট্রান্সফরমার।
  8. সেকেন্ডারি ডিষ্ট্রিবিউশন লাইন।



প্রশ্নঃ প্রাইমারি ট্রান্সমিশন কি?

উত্তরঃ উৎপাদন কেন্দ্রের প্রেরণ প্রান্ত থেকে রিসিভিং প্রান্ত পর্যন্ত দীর্ঘ অতি উচ্চ ভোল্টেজ লাইনকে প্রাইমারি ট্রান্সমিশন (লাইন) বলা হয়।

প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ 110KV, 132KV, 230KV, 400KV পর্যন্ত বা আরও বেশি হতে পারে।


প্রশ্নঃ সেকেন্ডারি ট্রান্সমিশন কি?

উত্তরঃ রিসিভিং স্টেশন থেকে সাব- স্টেশন পর্যন্ত দীর্ঘ উচ্চ ভোল্টেজ লাইনকে সেকেন্ডারি ট্রান্সমিশন (লাইন) বলা হয়। সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ 33KV, 66KV হতে পারে।


প্রশ্নঃ বাংলাদেশে প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ কত?

উত্তরঃ 11KV, 6.6KV, 3.3KV ইত্যাদি।


প্রশ্নঃ সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কি?

উত্তরঃ যে পদ্ধতিতে ১১কেভি প্রাইমারি ডিস্ট্রিবিউশন লাইন হতে শহর বা লোকালয়ে বা কারখানা এলাকায় অবস্থিত ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে ভোল্টেজ কমিয়ে 400 V অথবা 230 V সিস্টেমে বিভিন্ন গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করার বেবস্থা করা হয় তাকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন বলা হয়।


প্রশ্নঃ ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন এর জন্য সর্বাপেক্ষা ভাল পদ্ধতি কি?

উত্তরঃ সর্বাপেক্ষা ভাল পদ্ধতি হল উৎপাদন ও বিতরণের জন্য AC ব্যবস্থা এবং ট্রান্সমিশন এর জন্য DC ব্যবস্থা।

এখন পর্যন্ত বাংলাদেশে সর্বচ্চো ট্রান্সমিশন ভোল্টেজ কত?

উত্তরঃ 400kv

প্রশ্নঃ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বয়লারে পরিবর্তে কী থাকে?

উত্তর: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বয়লারের পরিবর্তে নিউক্লিয়ার রিয়্যাকটর থাকে।।


প্রশ্নঃ পাওয়ার প্ল্যান্ট কী?

উত্তর : পাওয়ার প্ল্যান্ট বলতে আমরা একটি কেন্দ্র বা প্রতিষ্ঠানকে বুঝি যেখানে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়।


প্রশ্নঃ পাওয়ার স্টেশনে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলাের নাম লিখ।

উত্তর: যন্ত্রপাতিগুলাে হচ্ছে- (ক) জেনারেটর, (খ) ট্রান্সফরমার, (গ) সুইচ গিয়ার, (ঘ) কন্ট্রোল গিয়ার ইত্যাদি।

প্রশ্নঃ প্রাইমমুভারে ব্যবহৃত এনার্জি বা শক্তিগুলাে কী কী?

উত্তর: প্রাইমমুভারে ব্যবহৃত শক্তিগুলাে হলাে:

(ক) প্রাকৃতিক শক্তি, (খ) পানি শক্তি, (গ) জ্বালানি শক্তি, (ঘ) নিউক্লিয়ার শক্তি, (ঙ) সৌর শক্তি ইত্যাদি।


প্রশ্নঃ প্রাইম মুভার কাকে বলে?

উত্তর: যে যন্ত্র নিজে ঘুরে এবং শক্তি উৎপাদনে সাহায্য করে তাকে প্রাইম মুভার বলে।


প্রশ্নঃ থার্মাল পাওয়ার প্ল্যান্ট কাকে বলে?

উত্তর: যে সকল পাওয়ার প্লান্টে জ্বালানি দহনের মাধ্যমে তাপ শক্তি উৎপাদন করে উহা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাকে থার্মাল পাওয়ার প্লান্ট বলে।


প্রশ্নঃ “ট্যাপিং পয়েন্ট” কিসে থাকে?

উত্তর: ট্যাপিং পয়েন্ট সাধারণত ডিস্ট্রিবিউটরে থাকে।


প্রশ্নঃ ট্রান্সমিশন ভােল্টেজ কিসের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়?

উত্তর: ট্রান্সমিশন ভােল্টেজ সর্বোচ্চ দক্ষতা, উন্নত রেগুলেশন এবং সর্বোপরি প্ল্যান্টের ইকনমিক দিকের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়।

প্রশ্নঃ জ্বালানির উপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্টের প্রকারভেদের নামগুলাে লিখ।

উত্তর: পাওয়ার প্ল্যান্টকে জ্বালানির উপর ভিত্তি করে ছয় ভাগে ভাগ করা হয়। যথাঃ

(ক) বাষ্প বিদ্যুৎ কেন্দ্র, (খ) ডিজেল বিদ্যুৎ কেন্দ্র, (গ) গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র, (ঘ) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, (ঙ) পানি বিদ্যুৎ কেন্দ্র ও (চ) সৌর বিদ্যুৎ কেন্দ্র।


প্রশ্নঃ রিসিভিং সাব স্টেশনের কাজ কী?

উত্তর: রিসিভিং সাব স্টেশনের কাজ হলাে জেনারেটরের উৎপাদিত 132 কেভি ভােল্টেজকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে 33 কেভিতে রূপান্তর করে ফিডারের সাহায্যে পরবর্তী ডিস্ট্রিবিউশন সাব-স্টেশনে প্রেরণ করা।

প্রশ্নঃ লোড শেডিং (Load Sheding) কাকে বলে?

উত্তর: কোন একটি নির্দিষ্ট এলাকায় কিছু সময়ের জন্য পরিকল্পিতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখাই হলাে লােড শেডিং।


প্রশ্নঃ বৈদ্যুতিক ট্যারিফ বা বৈদ্যুতিক কর কাকে বলে? অথবা, এক ইউনিট বিদ্যুৎ বলতে কী বুঝায়?

উত্তর: বিদ্যুৎ সরবরাহকারী প্রতি একক ইউনিট (KWH) বিদ্যুতের উপর যে অর্থ ধার্য করে থাকে তাকে বৈদ্যুতিক ট্যারিক বা বৈদ্যুতিক কর বলে। প্রতি একক ঘণ্টায় এক কিলােওয়াট বিদ্যুৎ ব্যবহার করাকে এক ইউনিট বিদ্যুৎ বলে।


প্রশ্নঃ লােড ডেসপাচ সেন্টার কাকে বলে?

উত্তর: ইন্টারকানেকশন পদ্ধতিতে এটা এমন একটি বােঝা প্রেরণ কেন্দ্র, যার মাধ্যমে বৈদ্যুতিক বােঝা বহনকারীর চাহিদা মােতাবেক শক্তি উৎপাদন কেন্দ্রকে সঠিক পরিমাণ বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহের নিশ্চয়তা প্রদান করা হয়। স্বতন্ত্র গ্রাহকবৃন্দের চাহিদার যােগফল ডাইভার্সিটি ফ্যাক্টর = সিস্টেমের যুগপৎ সর্বোচ্চ চাহিদা

প্রশ্নঃ অবচয় বা ডিগ্রি সিয়েশন কাকে বলে?

উত্তর: বিভিন্ন মেশিনপত্র ও যন্ত্রপাতির প্রাথমিক ভাবে স্থাপনকৃত মূল্যের যে ক্রমান্বয়ে অবনিত হতে থাকে তাকে অবচয় বলে।


প্রশ্নঃ ডাইভার্সিটি ফ্যাক্টর কাকে বলে?

উত্তর: বিদ্যুৎ সিস্টেমের স্বতন্ত্র গ্রাহকদের সর্বোচ্চ চাহিদার যােগফল ও সিস্টেমের সর্বোচ্চ চাহিদার অনুপাতকে ডাইভার্সিটি ফ্যাক্টর বলে।


প্রশ্নঃ মাসিক লােড কার্ড কাকে বলে?

উত্তর: যে লােড কার্ডের সাহায্যে যে কোন মাসের বিদ্যুৎ সরবরাহের ও ব্যবহারের পরিমাণ নির্ণয় করা হয় তাকে মাসিক লােড কার্ভ বলে ।


প্রশ্নঃ বাৎসরিক লােড কার্ড কাকে বলে?

উত্তর: যে লােড কার্ডের সাহায্যে বছরের বিদ্যুৎ সরবরাহ ও ব্যবহারের পরিমাণ নির্ণয় করা যায় তাকে ঐ বছরের লােড কার্ভ বলে ।

প্রশ্নঃ সর্বোচ্চ চাহিদা কী?

উত্তর: কোন একটি সিস্টেমের নির্দিষ্ট সময়ের সর্বোচ্চ লােডের গড়কে সর্বোচ্চ চাহিদা বলে। এটা সাধারণত কিলােওয়াটে প্রকাশ করা হয়।


প্রশ্নঃ প্ল্যান্টের রেটেড ক্যাপাসিটি কী?

উত্তর: কোন বিদ্যুৎ প্রকল্পের সর্বোচ্চ শক্তি উৎপাদন ক্ষমতাই হচ্ছে ঐ প্ল্যান্টের রেটেড ক্যাপাসিটি।


প্রশ্নঃ পিক আওয়ার বা পিক লােড আওয়ার কী?

উত্তর: বিদ্যুতের চাহিদা যে সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌছায় তাকে পিক আওয়ার বা পিক লােড আওয়ার বলে।


প্রশ্নঃ পাওয়ার সিস্টেম এর ট্রানজিয়েন্ট স্টাবিলিটি কিভাবে ইম্প্রুভ করা যায়?

উত্তরঃ সার্কিট ব্রেকার এর সিঙ্গেল পোল সুইচিং ব্যাবহার করে ।

প্রশ্নঃ যদি দুটি সিনক্রোনাস জেনারেটর এক সাথে কানেক্ট থাকে, তবে সিনক্রোনাস লস এর জন্য কি প্রভাব পরবে?

উত্তরঃ কারেন্ট এবং ভোল্টেজ এর মাঝে ফ্লাকচুয়েশন এর প্রভাব বেড়ে যাবে।


প্রশ্নঃ পাওয়ার সিস্টেম এর স্টেডি স্টেট এবিলিটি কিভাবে ইম্প্রুভ করা যায়?

উত্তরঃ সিঙ্গেল সার্কিট লাইনের যায়গায় ডাবল লাইন সার্কিট ব্যাবহার করে।


প্রশ্নঃ ওভার হেড লাইনের সবচেয়ে কমন ফল্ট কোনটি?

উত্তরঃ সিঙ্গেল ফেজ টু গ্রাউন্ড ফল্ট ।

প্রশ্নঃ পাওয়ার সিস্টেম এরর কোন ফল্ট কে জিরো সিকুয়েন্স কম্পোনেন্ট জিরোর সমান ধরা হয়?

উত্তরঃ ডাবল লাইন ফল্ট


প্রশ্নঃ রিয়াকট্যান্স রিলে বলতে কি বোঝ?

উত্তরঃ রিয়াক্ট্যান্স রিলে হচ্ছে ডাইরেকশনাল রিস্ট্রেইনড ওভার কারেন্ট রিলে ।


প্রশ্নঃ বড় সাইজের অল্টারনেটর গুলি কে ওভার লোড এর হাত থেকে কিভাবে রক্ষা করা যায়?

উত্তরঃ টেম্পারেচার সেনসিটিভ রিলে ব্যাবহার করে।


প্রশ্নঃ ক্যারিয়ার কারেন্ট প্রটেকশন সিস্টেম এর প্রধান ব্যাবহার কি?

উত্তরঃ হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে শুধু।


প্রশ্নঃ সার্কিট ব্রেকার এর কারেন্ট কে কিভাবে স্পেসিফাইড করা যায়?

উত্তরঃ পিক ভ্যালুর মাধ্যমে।


প্রশ্নঃ ইম্পিডেন্স রিলে কোথায় সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়?

উত্তরঃ মিডিয়াম লাইন লেন্থ এর ক্ষেত্রে।



Power plant job solution
ছবিঃ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট



إرسال تعليق

أحدث أقدم