সাব-স্টেশন ক্যালকুলেশন করার নিয়মঃ
বুঝার সুবিধার জন্য আমরা একটি লোড ধরে নিলাম
= 624.368 KW
= 624.368/0.8
= 780.46 KVA (এখানে কিলোওয়াট থেকে কেবিএ তে রুপান্তর করা হয়েছে)
সাব-স্টেশন ক্যালকুলেশন করতে ৪ টি ধাপ অনুসরন করতে হবে।
এখন,
- 1.Transformer Selection.
- 2. LT Switchgear Selection.
- 3. HT Switchgear Selection.
- 4. PFI Panel Selection.
এবার আসি আমরা মূল আলোচনায়ঃ
Transformer Selection:
এখানে আমাদের যত KVA লোড তার কাছাকাছি 3 Phase Transformer Selection করতে হবে,এক্ষেত্রে বলে রাখা ভালো সব সময় মোট কিলো ওয়াট থেকে বেশি মানের ট্রান্সফর্মার নেয়াই উত্তম ।
এখানে আমাদের লোড = 780.46 KVA বাজারে সাধারনত নিম্ন মানের KVA Transformer পাওয়া যায়।
100 kVA,150kVA, 200 KVA, 250 KVA, 315 KVA,400 KVA, 500 KVA, 630 KVA,750 KVA,800 KVA,1000 KVA, 1250 KVA,1500 kVA,2000 KVA,2500 KVA, 3000 KVA.
সুতরাং আমাদের 800 KVA Transformer লাগবে।
এইবার যাবো আমরা দ্বিতীয় ধাপে.....
LT Switchgear Selection:
Transformer Capacity কে 1.4 (approx.) গুন দ্বারা করলে LT Switchgear এর capacity পাওয়া যায়।
সুতরাং 800 KVA Transformer এর জন্য LT Switchgear লাগবে = 800 x 1.4=1120 A
অবশ্যই মনে রাখবেন, এলটি সুইচ গিয়ারে MCCB & ACB ব্যবহার করা হয়।
এইবার যাবো আমরা তৃতীয় ধাপে.....
HT Switchgear Selection:
HT Switchgear Capacity Selection বলতে এখানে মুলত Breaker Selection কে বুঝায় । Transformer 630 KVA এর নিচে হলে LBS আর Transformer 630 KVA বা তার বেশি হলে (VCB- Vacuum Circuit Breaker) ব্যবহার করতে হবে। মনে রাখবেন বিভিন্ন মানের হয়ে থাকে।
সুতরাং এখানে 800 KVA Transformer এর জন্য (VCB- Vacuum Circuit Breaker) ব্যবহার করতে হবে।
এইবার আমরা যাব চতুর্থ বা শেষ ধাপে.....
PFI Panel Selection:
Transformer Capacity কে 0.6(sine thita) দ্বারা গুন করলে PFI Panel এর capacity পাওয়া যায়। সুতরাং 800 KVA এর জন্য PFI Panel হবে = 800 x 0.6=480 KVAR. এই মানের একটা পিএফআই প্যানেল আমরা সিলেকশন করব।
সবাইকে ধন্যবাদ আজকের মত এখানেই শেষ করলাম।
আশা করি এই পোস্টটি আপনাদের অনেক উপকারী হবে।
ছবিঃ সাব-স্টেশন ক্যালকুলেশন |
Thanks, very helpful.
ردحذف