কন্ডেনসার কি। কন্ডেনসার কিভাবে কাজ করে

কন্ডেনসারঃ

কন্ডেনসার লোহার বা তামার টিউবের তৈরী হয়ে থাকে। এটি ফ্রিজের পিছনে এসির আউটডোরে লাগানো থাকে। অর্থাত্‍ ফ্রিজ ও এসির যেই অংশটা খুব গরম হয় সেখানে এই কন্ডেনসার থাকে।

কন্ডেনসার যে ভাবে কাজ করেঃ

কন্ডেনসার এর এক প্রান্ত কম্প্রেসরের ডিসচার্জ লাইনের সাথে লাগানো থাকে। কম্প্রেসর যখন হিমায়ককে চাপ দিয়ে সংকুচিত করে ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেনসারে পাঠায় তখন কন্ডেনসারের আকা বাঁকা পথে বাধা পেয়ে হিমায়ক গ্যাস তরলে রূপান্তরিত হয়। ফলে এটি উত্তপ্ত হয়। এর সাথে নেটের মত লোহার তার লাগানো থাকে একে ফিংস বলে । যা পরিবেশের সাথে তাপ বিনিময় করে। মোট কথা , কন্ডেনসারের কাজ হচ্ছে বাষ্পীয় হিমায়ককে তরলে পরিনত করা।

কন্ডেন্সার
ছবিঃ কন্ডেনসার



إرسال تعليق

أحدث أقدم