গ্রামীনফোন কোম্পানীর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য Wi-Fi ইন্টারনেট সংযোগ স্থাপনের কার্যক্রম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গ্রামীনফোন কোম্পানীর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য Wi-Fi ইন্টারনেট সংযোগ স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে।  

প্রায় ৪০০০০ বিদ্যালয়ে এজন্য রাউটারসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে। সে সকল রাউটারের মাধ্যমে আপনার বিদ্যালয়ে থাকা ল্যাপটপ/আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ নিয়ে আপনি বিদ্যালয়ের প্রয়োজনীয় সকল অনলাইন কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবেন। তার জন্য আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। 

এক্ষেত্রে করণীয়সমূহ: 


  • 👉 রাউটারে দেওয়া সিমটি রেজিষ্ট্রেশন করতে হবে না।
  • 👉 শুধু চার্জিং পোর্টটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে এর পিছনে থাকা কালো সুইসটি অন করে দিলেই এটাতে বাতি চলে আসবে।

  • 👉 তারপর রাইটারের উপরে থাকা সুইসটিতে চাপ  দিয়ে ধরে ছেড়ে দিবেন। এখন দেখুন সবগুলো বাতি অন হয়েছে। 
  • 👉 এখন আপনার মোবাইল ফোনের Wi-Fi টিতে চেপে ধরে ছেড়ে দিন, দেখবেন আপনার রাউটারের নাম  চলে আসবে (যেমনঃ ZTE-MF2.....)।

  • 👉 এখন আপনার কাছে আপনার ল্যাপটপ/মোবাইল ফোনে Wi-Fi connection এর জন্য পাসওয়ার্ড চাইবে। 
  • 👉 এখন আপনার রাউটারের নিচে দেখুন WLAN KEY: এর পাশে কিছু সংখ্যা লেখা আছে এটিই হচ্ছে আপনার রাউটারের পাসওয়ার্ড। 
  • 👉 এখন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনার মোবাইল ফোনে/বিদ্যালয়ে থাকা ল্যাপটপে Wi-Fi connection নিয়ে আপনিসহ আপনার বিদ্যালয়ের সবাই ইন্টারনেট সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 
  • 👉 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে গ্রামীণফোন কোম্পানির ১ বছরের চুক্তি হয়েছে, যার ফলে  আপনি এই রাউটারে থাকা সিমটি থেকে ১ বছর আন-লিমিটেড অর্থাৎ কোনো ধরনের খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 



إرسال تعليق

أحدث أقدم