ক্লাচ সঠিকভাবে তার কার্য সমাধান না করার কারণ সমূহ

গাড়ি যখন চলে তখন ক্লাচ শব্দ করে অথবা ক্লাচ সঠিকভাবে তার কার্য সমাধান করতে পারে না সেই সকল বিষয় নিয়ে আলোচনা। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। 

১। ক্লাচ ফেসিং এ গ্রীজ লাগলে, লুব অয়েল লাগলে অথবা ক্লাচ ফেসিং তেলশা হলে।

২। ক্লাচ লাইনিং ক্ষয়প্রাপ্ত হলে।

৩। ক্লাচ লাইনিং শক্ত বা বিবর্ণ হলে।

৪। ক্লাচ প্লেটে ফ্রি-প্লে কমে গেলে। 

৫। ক্লাচ লাইনিং যথাযথ ভাবে না লাগলে।

৬। প্রেসার প্লেট এবং ফ্লাই হুইল ক্ষয়প্রাপ্ত হলে। 

৭। ক্লাচ রিলিজ লিভার এর সংযোগ ঠিক না থাকলে। 

৮। রিলিজ বিয়ারিং ক্ষয়প্রাপ্ত হলে। 

৯। পাইলট বিয়ারিং ক্ষয়প্রাপ্ত হলে। 

১০। রিলিজ ফর্ক মাউন্টিং ঢিলা থাকলে। 

১১। প্রেসার স্প্রিং দুর্বল হলে। 

১২। লাইনিং ঠিকমত কাজ না করলে।

১৩। ক্লাচ প্যাডেলের ফ্রি-প্লে কম অথবা অনেক বেশি হলে। 

১৪। রিলিজ লিভার সংযোগ ঠিক না থাকলে ইত্যাদি।


 

إرسال تعليق

أحدث أقدم