বিদ্যুৎ কেন্দ্র যে সকল যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত

একটা বিদ্যুৎ কেন্দ্র যে সকল যন্ত্র বা যন্ত্রাংশের সমন্বয়ে গঠিতঃ

1. ACB- (Air circuit breaker):

 যেটাকে আমরা LT প্যানেল বলে থাকি । Generating -এর LowVoltage -টি ACB -এর Input-এ আসে এবং Output -হয়ে X-former -এ যায়।


2. Cooling Tower: 

অধিক ক্ষমতা সম্পন্ন Engine-এর cooling system -এ এটি ব্যবহৃত হয় । যা Heat Exchanger -এর মাধ্যমে Jacket Water-এর তাপমাত্রা শোষণ করে নেই।

3. DC-Storage Battery: 

Self starter, Spark plug, sensors, Engine panel, Generator panel সহ যেখানে DC -এর প্রয়োজন হয়, সেখানে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।


 4. Engine:

 যা রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে মেকানিক্যাল শক্তি উৎপন্ন করে, নিজে চলে এবং অন্য যন্ত্রকে চলতে সাহায্য করে তাকে Engine বলে। যাকে আমরা প্রাইম মুভারও বলে থাকি।


 5. Generator: 

যেটা Engine-এর মেকানিক্যাল বা গূর্ণন শক্তিকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে তাকে Generator বলে। Generator থেকে আমরা সবসময় AC (Alternative Current) পাই। Rectifire, AVR, CDVR ইত্যাদির মাধ্যমে DC (Direct Current) তে রূপান্তর করা হয়।

 6. Transfomer: 

Generating voltage কে নির্দিষ্ট পরিমাণে বড়ানো ও কমানোর জন্য X-former ব্যবহার করা হয়। Current এর ক্ষেত্রেও X-former ব্যবহার করা হয়।


 7. Heat Exchanger: 

Heat exchanger -এর plate -এর মধ্য দিয়ে Jacket water এবং Cooling tower-এর পনি আলাদা আলাদা ভাবে আসা যাওয়া করে কিন্তু এক স্থানের পানি অন্য স্থানের পানির সাথে মিশে না। এই পদ্ধতিতে Cooling tower-এর পানি Jacket water-এর তাপ শোষণ করে নেই।


 8. VCB ( Vacuum circuit Breaker): 

যেটাকে আমরা HT বলে থাকি। X-former -এর Output-এর সাথে সংযুক্ত থাকে এবং CT, PT - এর সমন্বয়ে গঠিত হয়।

 9. PLC ( Programmable Logic Cortrol ): 

PLC -এর মাধ্যমে Power plant Operation, Load sharing, Controlling করা হয়।


10. Motor (Pump motor, Cooling tower fan motor, Exhaust fan Motor): 

Cooling tower ও Heat exchanger -এ পানি circulation এবং circulation হওয়া পানির তাপমাত্রা কমানো। Engine, Transformer রুমের তাপমাত্রা কমানো। এছড়াও DC Charger, Exhaust fan, Self Motor, Pre-lube, Lube-oil cooler সহ ছোট বড় অনেক যন্ত্রপাতি নিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গঠিত।

আগামীতে প্রত্যেক যন্ত্রের আলাদা আলাদা ভাবে আলোচনা করার চেষ্টা করব।




Post a Comment

Previous Post Next Post