Engine বন্ধ করার নিয়ম

পাওয়ার প্লান্টের জেনারেটর বা ইঞ্জিন বন্ধ করার নিয়মঃ

Engine রক্ষনাবেক্ষণের নিয়মঃ

Generator load অবস্থায় Engine এর সকল Parameter ঠিক আছে কিনা তা পর্যবেক্ষন করতে হবে।

Engine বন্ধ করার নিয়মঃ

১। কোন Genset বন্ধ করার পূর্বে ঐ Genset এর Load Calculate করে দেখতে হবে যে, অন্যান্য চালু Genset গুলি সমপরিমাণ Load Share করতে পারবে কিনা। এর পর-

২। প্রথমেই Load Shed Switch Off করতে হবে। এর পর ইঞ্জিন বন্ধ হলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

৩। তারপর Raw Water Pump এবং Cooling Tower Fan "Auto" থেকে "Manual” এ দিতে হবে।

৪। ৫ মিনিট পর্যবেক্ষণের পর Engine Demand Switch Off করতে হবে।


Cg 170-16
Image: Cg 170-16


পাওয়ার প্লান্ট কি?

বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার স্টেশন মানে কারখানার ব্যবহারের সুবিধা সম্পন্ন বিদ্যুৎশক্তি উৎপাদনের একটি উপায়। এটি Power Station, Power Plant বা Power House নামেও পরিচিত। পাওয়ার প্লান্টের মূল কেন্দ্ৰ বিন্দুতে থাকে Generator নামের এক ধরনের ঘূর্ণায়মান যন্ত্র যা পরিবাহক ও Magnetic field এর

মাঝে পারস্পারিক গতি সৃষ্টির মাধ্যমে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।

প্লান্টে কি ধরনের Generator ব্যবহৃত হবে তা জ্বালানী শক্তির উৎসের সহজলভ্যতার উপর এবং বিদ্যুৎ উৎপাদনের কৌশলের উপর নির্ভর করে।


1 تعليقات

أحدث أقدم