Generator Start বা চালু করার নিয়মঃ
প্রথমে Engine room এ নিচের জিনিস গুলো Check দিতে হবে:
- HT & LT Line এর পানির Pressure 2.5 bar এর উপরে আছে কিনা তা দেখতে হবে।
- Raw Water line পানির Pressure 2.5 bar উপরে আছে কিনা তা দেখতে হবে।
- Lube-oil level ঠিক আছে কিনা তা দেখতে হবে।
- কোন Abnormal কিছু পেলে তা ঠিক করে নিতে হবে।
তারপর Control room এ নিচের জিনিস গুলো Check দিতে হবেঃ
- Genset Display তে “Auto" mode & “ Ready” লেখা আছে কিনা তা Check দিতে হবে। না থাকলে Operation mode থেকে “Auto" Select করে নিতে হবে।
- Starter Battery Voltage ঠিক আছে কিনা তা দেখতে হবে।
- তারপর Start Button/Demand Switch On করতে হবে।
- Speed 1500 RPM হলেঃ
- Lube-oil Temperature 60°C হয়েছে কিনা তা দেখতে হবে।
- সকল Cylinder Temperature 300°C হয়েছে কিনা তা দেখতে হবে।
- Jacket Water Inlet/Outlet 50°C উপরে আছে কিনা তা দেখতে হবে।
- Lube-oil Pressure 5.00 bar আছে কিনা তা দেখতে হবে।
৫। উপরের Parameter গুলো ঠিক মত হলে
Genset এর জন্য Hand off load থেকে Hand load দিতে হবে। তারপর 350-400 KW হলে load share Switch On করতে হবে।
Image: CG 170-16 |
Tags:
Power Plant Solution
thank you for important solution
ردحذف