নক ও ডেটোনেশন কাকে বলে

নক ও ডেটোনেশন কাকে বলে?

নক ও ডেটোনেশন দূরীভূত করার উপায় কি কি?

ডেটোনেশন: ইঞ্জিনের কম্বশন জনিত কারণে যে সকল অস্বাভাবিক শব্দ তৈরি হয় তাকে ডেটোনেশন বলে সাধারণ পাওয়ার স্ট্রোকে ডেটোনেশন তৈরি হয়। 

ডেটোনেশন দূরীভূত করার উপায়:

১। সঠিক অকটেন নাম্বারের জ্বালানি ব্যবহার করতে হবে।

২। এয়ার ফুয়েল মিশ্রণ পর্যবেক্ষণ করতে হবে।

৩। পিস্টন ক্রাউন থেকে কার্বন দূরীভূত করতে হবে । 

৪। স্পার্ক প্লাগগুলি পরীক্ষা করুন । প্রয়োজনে স্পার্ক প্লাগ প্রতিস্থাপন করুন।

৫। ইঞ্জিনের ভালভ টাইমিং পরিক্ষা করে দেখতে হবে টাইমিং এ কোন ত্রুটি আছে কিনা।

যদি ত্রুটি থাকে তাহলে ভালভ টাইমিং ঠিক করতে হবে।


নক: ইঞ্জিনের ঘূর্ণায়মান যন্ত্রাংশ থেকে যে সকল অস্বাভাবিক শব্দ তৈরি হয়, তাকে নক বলা হয়। ইঞ্জিন নকিং হলে ইঞ্জিন অস্বাভাবিক ভাবে ভাইব্রেট করে।

ইঞ্জিন হতে নকিং দূর করার উপায়:

১। লুব অয়েল এবং অয়েল ফিল্টার পরিবর্তন করুন।

২। উচ্চ অকটেন জ্বালানী ব্যবহার করুন।

৩। কমবাশন চেম্বার পরিষ্কার করুন। 

৪। স্পার্ক প্লাগগুলি পরীক্ষা করুন। প্রয়োজনে স্পার্ক প্লাগ প্রতিস্থাপন করুন।

৫। নক সেন্সর পরিক্ষা করে যদি ত্রুটি খুঁজে পাওয়া যায় তবে প্রতিস্থাপন করুন।

৬। এয়ার ফুয়েল মিশ্রণ পর্যবেক্ষণ করুন।

৭। ক্রাঙ্কশ্যাফট ও বিয়ারিং পরিবর্তন করুন।

৮। যদি ইঞ্জিনের কোন সিলিন্ডারের কম্প্রেশন প্রেশার লিক করে তবে উক্ত সিলিন্ডার বোরিং ও হনিং করে ওভার সাইজের পিস্টন ব্যবহার করুন অথবা সিলিন্ডার লাইনার পরিবর্তন করুন।



إرسال تعليق

أحدث أقدم