পাওয়ার প্লান্ট Shutdown বা Black out হলে করনীয় কি

পাওয়ার প্লান্ট Shut down বা Black out হলে করনীয়ঃ

  1. Generator এর Control Panel এর Load Shed Switch কে off Position এ নিতে হবে।
  2. CB switch কে Hand Load হতে Hand Off এ নিতে হবে।
  3. REB/ডিজেল জেনারেটর চালু দেতে হবে।
  4. Change Over Switch গ্যাস জেনারেটর থেকে REB/ ডিজেল জেনারেটর দিতে হবে।
  5. TEM Panel এর মাধ্যমে Generator কে Manual Operation এ নিতে হবে।
  1. Setting এ গিয়ে Auxiliary Option Select করতে হবে।
  2. Coolling Circuit Option Select করতে হবে।
  3. তার পর Jacket Water Pump Select করে Switch On Option Select করতে।
  4. Jacket Water Temperature 97 °C আসলে জেনারেটর কে Auto তে নিতে হবে।
  5.  তার পর জেনারেটর Start দিতে হবে।
  6. তার পর RPM, Voltage, Cylinder Temperature, Jacket Water temperature সহ সকল Parameter ঠিক থাকলে জেনারেটর Load এ দিতে হবে।
[নোটঃ CG 170-16, এই নিয়োম Cg টাইপ জেনারেটর এর জন্য  ]


Cg 170-16
Image: CG 170-16




Post a Comment

Previous Post Next Post