বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ কি

বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ কি?

দেশে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন তারচেয়ে অনেকগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। রেন্টাল, কুইক রেন্টাল এবং সরকারি বিদ্যুৎকেন্দ্র মিলিয়ে মোট কেন্দ্র প্রায় ১৫৭ টি। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো সরকার ভাড়া নিয়েছে চুক্তির মাধ্যমে। 

উৎপাদনে থাকুক, আর না থাকুক সেসব কেন্দ্রের যাবতীয় খরচ বহন করতে হবে সরকারকে। অর্থাৎ এক মেগাওয়াট বিদ্যুৎ না নিয়েও তাদেরকে দিতে হবে পুরো বিদ্যুৎকেন্দ্রের ভাড়া এবং আনুষাঙ্গিক সব খরচ। শুনে অবাক হবেন, বাংলাদেশের মতো দেশে প্রায় ৫০ ভাগ বিদ্যুৎকেন্দ্র অলস বসে থাকে বা বসিয়ে রেখে ভাড়া দেওয়া হয়। একেই বলে ক্যাপাসিটি চার্জ।


দেশে উৎপাদন হয় গড়ে ১২-১৩হাজার মেগাওয়াট, কিন্তু উৎপাদন সক্ষমতা ২২১১৮ মেগাওয়াট, এইযে অতিরিক্ত অব্যবহৃত বিদ্যুতের জন্যেই ক্যাপাসিটি চার্জ।

ক্যাপাসিটি চার্জ কি


إرسال تعليق

أحدث أقدم