বাসবার বা বিবিটি রক্ষণাবেক্ষণ এর নিয়মাবলি

পিরিয়ডিক মেইন্টেনেন্সঃ

১। প্রতি মাসে অন্তত একবার বিবিটি লাইন পরিষ্কার করতে হবে এবং এর উপর ধূলাবালি, মাকড়শার জাল বা যেকোনো যন্ত্রপাতি থাকলে তা সরিয়ে ফেলতে হবে।

২। প্রতি মাসে ফুল লোডে বিবিটি চলাকালীন ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে লাইনের তাপমাত্রা পরিমাপ করতে হবে এবং তা সংরক্ষণ ও পর্যালোচনা করতে হবে।

৩। প্রতি ৬মাস অন্তর অন্তর মেকানিক্যাল সাপোর্ট ঠিক আছে কিনা ও লাইনটি সোজা আছে কিনা যাচাই করতে হবে।

৪। প্রতি বছরে একবার বিবিটি মেইন্টেনেন্স করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। সেই জন্য এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিঃ এর বিবিটি সেকশনে যোগাযোগ করা যেতে পারে।

সতর্কতাঃ

১। বিবিটি এবং ট্যাপ-অফ-বক্সকে সবসময় পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। কোনোভাবেই বিবিটির আশপাশে পানি আসতে দেওয়া যাবে না।

২। বিবিটির তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলে জরুরি ভিত্তিতে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিঃ এর বিবিটি টিমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

BBT IMAGE
IMAGE: BBT






Post a Comment

Previous Post Next Post