কম্প্রেসর এর কাজ কি এবং কত প্রকার ও কি কি

আজকের টপিক কম্প্রসরঃ

১। প্রশ্নঃ Compressor কি?

উত্তরঃ Compressor এমন এক ধরনের মেশিন যা বাতাস কে compressed করে Pressure বৃদ্ধি করে।

২। প্রশ্নঃ কম্প্রেসার কিভাবে কাজ করে?

উত্তরঃ কম্প্রেসার হলো ফ্রিজ এসির কুলিং মেশিন যার সাহায্যে ফ্রিজ এসির কুলিং সিস্টেম কাজ করে।

৩। প্রশ্নঃ কম্প্রেসার কি কাজ করে?

উত্তরঃ কম্প্রেসার এমন একটি যন্ত্র যাহা Electrical শক্তিকে kinetic শক্তিতে রুপন্তরিত করে।

৪। প্রশ্নঃ Compressor কে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ সাধারণত কম্প্রেসার কে পাঁচ ভাগে ভাগ করা যায়। যেমনঃ 

(1) Reciprocating Compressor.

(2) Rotary Compressor.

(3) Scroll Compressor.

(4) Screw Compressor.

(5) Centrifugal Compressor.

আবার Working Procedure এর উপর ভিত্তি করে Compressor কে দুই ভাগে ভাগ করা যায়। যেমনঃ

(1) Reciprocating Compressor.

(2) Centrifugal Compressor.

আমাদের Factory তে বিশেষ ধরনের এক প্রকার Rotary Compressor ব্যবহার করা হয়। যার নাম Rotary Scrow Type Compressor.

৫। প্রশ্নঃ Action এর উপর ভিত্তি করে compressor কে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ Action এর উপর ভিত্তি করে Compressor কে দুই ভাগে ভাগ করা যায়। যেমনঃ

(1) Single Acting Compressor.

(2) Double Acting Compressor.

৬। প্রশ্নঃ ইলেকট্রিক মটর এর কাজ কি?

উত্তরঃ এই মটর কম্প্রেসার এর মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে।আর ঐ শক্তি দ্বারা scrow element কে ঘুরানোর কাজে ব্যবহৃত হয়।

৭।প্রশ্নঃ Scrow Element এর কাজ কি?

উত্তরঃ scrow element compressor এ আগত Air কে Compressed করে Pressure বৃদ্ধি করে। scrow element compressor এর ইলেকট্রিক মটর এর উপর Depent করে ঘূর্ণয়ন সম্পন্ন করে।

৮। প্রশ্নঃ Unloading Pressure Valve এর কাজ কি?

উত্তরঃ Compressor Unloading অবস্থায় থাকলে আনলোডিং প্রেশার ভাল্ব বন্ধ অবস্থায় থাকবে। অর্থাৎ Air Intack valve Close হয়ে যাবে ফলে আনলোডিং অবস্থায় কোন প্রেশার সৃষ্টি করতে পারবেনা।

৯। কম্প্রেসরের মেইনটেন্সে এর সময় কি কি কাজ করা হয়?

উত্তরঃ সাধারণত মেইনটেন্সে যেসব কাজ করা হয়ে থাকেঃ

১। অয়েল ফিল্টার, 

২। অয়েল সেপারেটর, 

৩। এয়ার ফিল্টার এবং 

৪। অয়েল পরিবর্তন।

Compressor [allstudys.com]


3 تعليقات

أحدث أقدم