পারমাণবিক পাওয়ার প্লান্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

পাওয়ার প্লান্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর 

১। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বয়লারে পরিবর্তে কী থাকে?

উত্তর: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বয়লারের পরিবর্তে নিউক্লিয়ার রিয়্যাকটর থাকে।

২। পাওয়ার প্ল্যান্ট কী?

উত্তর: পাওয়ার প্ল্যান্ট বলতে আমরা একটি কেন্দ্র বা প্রতিষ্ঠানকে বুঝি যেখানে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়।

৩। পাওয়ার স্টেশনে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলাের নাম লিখ।

উত্তর: যন্ত্রপাতিগুলাে হচ্ছে- (ক) জেনারেটর, (খ) ট্রান্সফরমার, (গ) সুইচ গিয়ার, (ঘ) কন্ট্রোল গিয়ার ইত্যাদি।

৪। প্রাইমমুভারে ব্যবহৃত এনার্জি বা শক্তিগুলাে কী কী?

উত্তর: প্রাইমমুভারে ব্যবহৃত শক্তিগুলাে হলাে :

(ক) প্রাকৃতিক শক্তি, (খ) পানি শক্তি, (গ) জ্বালানি শক্তি, (ঘ) নিউক্লিয়ার শক্তি, (ঙ) সৌর শক্তি ইত্যাদি।

৫। প্রাইম মুভার কাকে বলে?

উত্তর: যে যন্ত্র নিজে ঘুরে এবং শক্তি উৎপাদনে সাহায্য করে তাকে প্রাইম মুভার বলে।

৬। থার্মাল পাওয়ার প্ল্যান্ট কাকে বলে?

উত্তর: যে সকল পাওয়ার প্লান্টে জ্বালানি দহনের মাধ্যমে তাপ শক্তি উৎপাদন করে উহা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাকে থার্মাল পাওয়ার প্লান্ট বলে।

৭। “ট্যাপিং পয়েন্ট” কিসে থাকে?

উত্তর: ট্যাপিং পয়েন্ট সাধারণত ডিস্ট্রিবিউটরে থাকে।

৮। ট্রান্সমিশন ভােল্টেজ কিসের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়?

উত্তর: ট্রান্সমিশন ভােল্টেজ সর্বোচ্চ দক্ষতা, উন্নত রেগুলেশন এবং সর্বোপরি প্ল্যান্টের ইকনমিক দিকের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়।

৯। জ্বালানির উপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্টের প্রকারভেদের নামগুলাে লিখ।

উত্তর: পাওয়ার প্ল্যান্টকে জ্বালানির উপর ভিত্তি করে ছয় ভাগে ভাগ করা হয়। যথা।

(ক) বাষ্প বিদ্যুৎ কেন্দ্র, (খ) ডিজেল বিদ্যুৎ কেন্দ্র, (গ) গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র, (ঘ) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, (ঙ) পানি বিদ্যুৎ কেন্দ্র ও (চ) সৌর বিদ্যুৎ কেন্দ্র।

১০ । রিসিভিং সাব স্টেশনের কাজ কী?

উত্তর: রিসিভিং সাব স্টেশনের কাজ হলাে জেনারেটরের উৎপাদিত 132 কেভি ভােল্টেজকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে 33 কেভিতে রূপান্তর করে ফিডারের সাহায্যে পরবর্তী ডিস্ট্রিবিউশন সাব-স্টেশনে প্রেরণ করা।


পারমাণবিক পাওয়ার প্লান্ট



إرسال تعليق

أحدث أقدم