ওভারহলিং কাকে বলে? ওভারহলিং কত প্রকার ও কি কি
ওভারহলিং (Overhaulig):
একটি ইঞ্জিন 50 হাজার থেকে 1 লক্ষ কিলোমিটার চলার পর যখন এটার কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে তখন এটার যন্ত্রাংশ খুলে পরিষ্কার,মেরামত ও পরিবর্তন করে পুন:সংক্ষেপ করাকে ইঞ্জিন ওভারহলিং বলে।
অথাৎ ওভারহলিং হলো একটি পদ্ধতি যা কিনা ইঞ্জিনের আভ্যতরীণ অংশ সমূহ পরিস্কারকরণ,খোলা,পরীক্ষা, পরিবর্তন ও পুনঃসংযোজন করে অকেজো অংশ সমূহকে কার্যোপযোগী করাকে ইঞ্জিন ওভারহলিং বলে।
ইঞ্জিন ওভারহলিং করার পূর্বে পর্যবেক্ষণ অত্যন্ত জরুরী গুরুত্বপূর্ণ।
ইঞ্জিন পর্যবেক্ষণ সাধারণত দুই ভাবে করা যায়। যথা:-
1. চোখে দেখে পর্যবেক্ষণ (Visual Inspection)
2. সূক্ষ্ম যন্ত্রাদি দ্বারা পর্যবেক্ষণ (Inspection By Precision Instruments)
চোখে দেখে পর্যবেক্ষণ (Visual Inspection):
সাইলেন্সার পাইপ দিয়ে ধোঁয়া বেরুনো, ইঞ্জিন ওভারহিট, গতিবেগ ইত্যাদি চোখে দেখে পর্যবেক্ষণ করতে হয়।
সূক্ষ্ম যন্ত্রাদি দ্বারা পর্যবেক্ষণ (Inspection By Precision Instruments):
স্পিডোমিটার,জ্বালানি গেজ, ডায়াল গেজ,ফিলার গেজ, বায়ুশূন্যতা গেজ, নির্গমন গ্যাস পরীক্ষণ যন্ত্র ইত্যাদি সূক্ষ্ম পরীক্ষাণ যন্ত্র দ্বারা ইঞ্জিনের গতিবেগ, জ্বালানি খরচের এর মাত্রা,সিলিন্ডার এর ক্ষয়ের মাত্রা প্রভৃতি সূক্ষ্ম যন্ত্রাদি দ্বারা পর্যবেক্ষণ করা হয়। ইঞ্জিন মেরামতের ধরন ও মাত্রার উপর এর প্রকারভেদ নির্ধারিত হয়।
ইঞ্জিন ওভারহলিং সাধারণত তিন প্রকার। যথা:-
1. টপ ওভারহলিং (Top Overhauling)
2. মাইনর ওভারহলিং (Minor Overhauling)
3. মেজর ওভার হলিং (Major Overhauling)
টপ ওভারহোলিং (Top Overhauling):
ইঞ্জিন কে মাউন্টিং-এর উপর রেখে এটার হেড বিয়োজন করে কার্বন পরিষ্কার,ভালভ ফেস ও সিট মেরামত প্রভৃতি কার্যাবলিকে টপ ওভারহলিং বলে। এই কাজের সময় ইঞ্জিনের হেড গ্যাসকেট পরিবর্তন করতে হয়।
অথাৎ যে ওভারহলিং শুধু সিলিন্ডার হেডের উপরের অংশে যে কাজ করে হয় তাকে টপ ওভারহলিং বলে। যেমন:- ইন্জিনের কম্বাশন চেম্বার, লাইনার, পিস্টন, ভালব, স্পার্ক প্লাক হতে কার্বন পরিষ্কার গ্যাসকেট চেন্জ রিং চেন্জ ইত্যাদি।
মাইনর ওভারহলিং (Minor Overhauling):
টপ ওভারহলিং এর কাজ সহ ইঞ্জিন কে চেসিসের উপর রেখে এটার বিয়ারিং পরিবর্তন, কানেকটিং রড মেরামত, পিস্টন রিং পরিবর্তন, টাইমিং গিয়ার অথবা চেইন পরিবর্তন, অয়েল সিল পরিবর্তন প্রভৃতি কার্যাবলিকে মাইনর ওভারহোলিং বলে।
অথাৎ যে ওভারহলিং সিলিন্ডার হেড খুলে যে কাজ করা হয় তাকে মাইনার ওভারহলিং বলে। যেমন:- টাইমিং গিয়ার মেরামত অয়েল, পাম্প মেরামত, পিস্টন রিং চেন্জ বিগ্ এন্ড বিয়ারিং চেন্জ, অয়েল সিল চেন্জ ইত্যাদি।
মেজর ওভারহোলিং (Major Overhauling):
ইঞ্জিনকে চেসিস থেকে নামিয়ে এটার বিভিন্ন যন্ত্রাংশ খোলা,পরিষ্কার,পরিবর্তন,মেরামত,পরীক্ষা নিরীক্ষা,পুন:সংযোজন ও কার্যকারিতা পরীক্ষা প্রভৃতি কার্যাবলিকে মেজর ওভারহলিং বলে।